প্রেমের পথ বেয়ে এসেছিলাম দূর,
স্বপ্নের বীণায় বেজেছিল মধুর সুর।
আজ সেই পথে শুধুই ব্যথার ছায়া,
মনের মাঝে বেজে ওঠে বিষণ্ণ কায়া।
কত স্মৃতি, কত আশা, হারিয়ে গেছে সব,
মনের গভীরে বাজে দুঃখের রব।
প্রেমের দিনগুলি কেবলই অতীত,
এখন শুধুই বিষাদের সঙ্গীত।
চোখের জলে ভেসে যায় স্মৃতির ছবি,
প্রেমের সেই দিনে ছিলাম খুবই গবি।
আজকের এই বিষণ্ণ হৃদয় পাতা।
প্রেমের রং উড়ে গেছে দূরে,
বেদনার আকাশে শুধুই কষ্টের সুরে।
হারানোর ব্যথা কেবলই মনে ভাসে।