কৃষক ভাই

in poem •  3 months ago 

Yellow And Green Traditional Indian Farmer YouTube Thumbnail_20240706_123243_0000.png

আমাদের জন্য ফসল উৎপাদন যার কাজ,
সে আমাদের কৃষক ভাই,
যার জন্য আমরা খেতে পারি ভাত,
সে আমাদের কৃষক ভাই।

গ্রীষ্মের প্রচণ্ড রোদে, আর,
বর্ষার মুষলধারা ঝরে,
যে চাষ সেই করে যায়,
সে আমাদের কৃষক ভাই।

সকাল সন্ধ্যার কাজে,
ঘাম ঝরা সেই ভাতে,
যে থামে না,
সেই আমাদের কৃষক ভাই।

হাসি মুখে ঘরে তুলে,
নবান্নের সেই উৎসবে,
ফসল যে জন,
আমাদের কৃষক ভাই।

উন্নতির শিখন ছিড়ে,
গ্রামের কোনো অঞ্চলে,
চাষ করে যে জন,
সে আমাদের কৃষক ভাই।

যার জন্য আমরা আজ,
মাছে ভাতে বাঙ্গালি,
যার জন্য বাংলাদেশ আজ,
কৃষি প্রধান দেশ,
সেই আমাদের কৃষক ভাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!