My poem

in poem •  7 years ago 

কখনো কখনো কারো কারো প্রেম কবিতা হয়ে যায়
বলা না বলা কথাগুলো গদ্যে-পদ্যে মুক্তি পায়।
ছন্দের আড়ালে লুকিয়ে থাকে অজস্র মায়া
কবিতার প্রতিটি শব্দ হয়ে ওঠে প্রিয়জনের কায়া।
চোখের জলে মুছে যাওয়া দাগ প্রকাশ পায় কবিতায়
সুখ-দুঃখগুলো ফুটে ওঠে অক্ষরের বর্ণনায়।
নিবিড় প্রেমের নিখুঁত চিত্র ভাষার বাইন্ডিং
সত্যিই কবিতা যেন এক অনবদ্য পেইন্টিং।
হৃদয়পটের ভাষা দিয়ে লিখে কবিতার গল্প
প্রকাশ করা সত্যি যেন অনেক বড় শিল্প।
কবিতা হচ্ছে মানব মনের নিষ্কণ্টক চিত্র
আর এজন্যই হয়ত কবিতা এতো পবিত্র।
কবিতাকে ভালবেসে যাঁরা লেখেন পদ্য
তারা হলেন কবি প্রস্ফুটিত প্রতিভা সদ্য।
যাঁরা ভাষার তুলি দিয়ে আঁকে প্রিয় মুখের ছবি
তাঁদেরকেই বলা হয় প্রেম বিরহের কবি।
মনের যত কথা আছে কবি লেখে ছন্দে
ভয় নাই তার,ভোগেনা সে কখনো দ্বিধা দ্বন্দে।
যতই শেকল বাঁধ তোমরা কবির পায়
সে ছুটবেই,কেননা কবি মাত্রই মুক্তি চায়।
.
গদ্য-পদ্যের কবিতা/

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello, You just received an upvote via the
Steemit Information Browser Bot
Automatically, vote, follow and comment on posts in your favourite tag.