কবিতা "ভালোবাসো আমায় তুমি একটুখানি"

ভালোবেসেছিলাম, ভালোবাসি, আর ভালোবাসবো;
ভুল করেছো তুমি ভীষণ, দূরে সরে গিয়ে,
আবার ফিরে এসো, আবার আমার হাতটি তুমি ধরো ।
আমার চাইতে আর কেউ পারবে না তোমায় ভালোবাসতে,
এ কথাটি তুমি বিশ্বাস করো ।

যদিও আমি তোমার দ্বিতীয় পুরুষ তবুও,
প্রথম পুরুষ অপেক্ষা আমার ভালোবাসা নয়কো মোটেও ফেলনা ।
আমি বিশ্বাস করি - হয়তো বেশি,
তার চাইতেও আমার ভালোবাসা খাঁটি ।

জানি পারবে না ভুলতে তাকে,
প্রথম প্রেম যায় না ভোলা কখনো এ সত্য
কীভাবে অস্বীকার করবো আমি ! তুমি বলতে পারো ?

7ohP4GDMGPrTps6cjBmVHvN4WKRELnFy9u363NA4sovnHfzpSpFV2o2HTsVLSRGNyfScWf6dkrg4tKMQyRhfAYax2Nhg4eQWkfBc.jpg

আমি শুধু একজনকেই ভালোবাসি, আর সে তুমি;
তুমি কি দু'জনকেই ভালোবাসো ?
নাকি শুধু আমাকে ? নাকি এ ভ্রান্ত ধারণা আমার,
তুমি শুধু তাকে !

ত্রিকোণ এ প্রেমের সংঘাতে এলোমেলো আমার জীবনখানি,
এখানে কালবৈশাখী থামে না,
এখানে বৃষ্টি থাকে বারোমাস ।
এখানে শরৎ আসে না ,
বসন্তের আগমন নিষিদ্ধ এখানে ।
পরভৃৎ হয়েছে পথভ্রষ্ট ।

ভুলো না তাকে, অবহেলা করো না,
ভালোও বাসো তাকে, করবো না নিষেধ কখনো ।
কিন্তু, আমায়ও দিও একটু খানি জায়গা,
তোমায় হৃদয়ের একটি কোণে ।

জানি দু'জনকে ভালোবাসা বড্ডই কঠিন কাজ,
তবুও, পারবে না তুমি আমার জন্য ?
ভালোবাসো গো বন্ধু আমায় একটুখানি,
সারা জীবনে তোমার প্রেমে করবো বাস;
নিশিদিন যাপিত হবে তোমার প্রেমের মোহে ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!