My Original Bengali Poem - আমার আমি

in poetry •  8 years ago 


নিঃসঙ্গ আমি, একাকী কাটে 

আমার প্রতিটা মুহূর্ত। 

কাউকে কখনো বলিনি 

থাকতে আমার পাশে। 


কেননা আসলে আমি এক নই ;

আমার আমিই আছি। 


নিজেকে বলি নিজের বিজয়ের 

সাফল্যগাঁথা। 

নিজেই দুঃখ প্রকাশ করি 

ব্যার্থতার প্রতি কথা। 


আজ হঠাৎ তৃতীয় ব্যাক্তির অনুপ্রবেশ 

কেন ?

কি কারণ আমার সুখের সংসারে 

হানতে দ্বিধার ঝড়। 


আমি বিষণ্নতা ভালোবাসি না ,

ভালোবাসি না প্রয়োজনের টান,

তবু কেন তুমি এলে ?

কি তোমার আবেদন ?


image credit

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Wow! never have seen this language before! Frankly speaking I have no idea what this poem about but bengali letters are incredible beautiful!

thank you...... sometimes I also post english poem . And I must post all my bengali poems in english version too. Meanwhile you may get some ideas of the meaning of this poem by using google translator :)