ক্রোল করি ফিড, অবাক চোখে দেখি,
হাসি, কান্না, নাচ, সবকিছুই ট্রেন্ডি।
চ্যালেঞ্জের ঝড়, ফিল্টারের জাল,
ভাইরাল হওয়ার লড়াই চলছে জোরাল।
পুরনো জামা, নতুন পোজ,
লাইকের ফাঁদে সবাই জড়িয়ে যায় বোঝ।
কিন্তু কি আছে ভেতরে, কেউ জানে না কথা,
কেবল শেয়ার, শেয়ার, শেয়ারের মরচা।
কন্টেন্টের গভীরতা হারিয়ে গেছে কোনে গহনে,
বাচ্যের চেয়ে চেহারা এগিয়ে এসেছে মঞ্চে।
এই ভিড়ের মধ্যে কোথায় আছে মানুষের স্পর্শ,
কেবল ক্লিক, কমেন্ট আর হৃদয় বিহীন হাসি।
তাই থামুন একটু, ভাবুন মনে মনে,
ট্রেন্ডের পশ্চাতে কি আছে আসলেই জানুন না জানি?
কিছু বলার থাকলে করুন শব্দের খেলা,
না হলে চুপ থাকুন, নিজের গল্প লিখুন লেখা।