|
তোমার অমূল্য উপহারে
আভিজাত্যের মোড়কে নয়
ভালবাসার আলোকে।
তোমায় ভালোবাসি প্রিয়
তুমি এই হৃদয়ের আপন
জড়াবো তোমায় হৃদয় মাঝে
তুমিই মোর অন্তরের গোপন।
ছোট্ট একটা সামিয়ানায় -
নাই তো কোন বিবাদ বিষাদ
থাকবো সুখে দুঃখে মোরা
ভালবাসাই যে আমাদের স্বভাব।
|
|-শুভ দুপুর °☁️•💙~🌴|
|
খুব কি ভীষণ ভারী?
এক বুক কষ্ট নিয়ে
কতোটা পথ দেয়া যায় পাড়ি?
আসলে, কষ্টের ওজন ও
নিকষ আঁধার সবটাই হয় সহ্য;
সত্য, সুন্দর ভালোবাসা পেলে
পৌঁছানো যায় গন্তব্য।
জীবন এমনি চলে
যেনো আলো আর ছায়া,
কালো মেঘের আড়ালে চমকায়
ঝিকিমিকি আলোর ঝটা।
|
|-শুভ দুপুর °☁️•💙~🌴|
আপনার তোলা গাছটির নাম আমার জানা নেই। তবে গাছটি দেখতে খুবই সুন্দর লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit