তোমার পায়ের ওই নীল বুট
আর আমার হাতের ছোট্ট চিরকুট
যাতে লেখা ছিল
নীল আকাশের নিচে পড়ন্ত বিকালের কথা,
যাতে লেখা ছিল
শিশির ভেজা চোখে বুক ফাঁটানো ব্যাথা।
তোমার গায়ের ওই নীল জমা
আমাকে স্বরণ করিয়ে দেয়
প্রকৃতির বুকে সবুজের ছোঁয়া।
তোমার চোখের ওই নীল চশমা
আর আমার সবুজের পথে চলার ঠিকানা
যে পথে আঁকা আছে
সবুজে ঘেরা সমারোহ।
তোমার মাথার ওই নীল টুপি
আমাকে স্বরণ করিয়ে দেয়
অজানা ফুলের কাহিনীর মতো আজগুবি।
স্নিগ্ধ ঘাসের উপর জমাট বাঁধা সুপ্ত বাসনা।
তোমার ঠোঁটের কোনের ওই হাসি
আর আমার হৃদয়ের সুপ্ত বাসনায় জন্মানো
বেঁজে ওঠা সুরে ব্যাথাময় বাঁশি।
Image credit :Google search ....
Translation for people like who don't know Bengali.(Goog translation)
Blue boots on your feet
And the little note in my hand
That was written
The dark blue sky fall,
That was written
The dew is bleeding in the eye.
The blue deposits of your skin
Reminds me
Nature touches the green chest.
Blue eyeglasses in your eyes
And the address of my green way
The way is drawn
Green cage
Blue hat on your head
Reminds me
Unaware of the stories of unknown flowers.
Dormant desire to clench on soft grass.
The laughter of someone in your lips
And my heart is born in a dormant habit
Tummy whistle in the saddle rug.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
lol!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
many many thanks
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit