An original bengali poem: part-1 মাঝে মাঝে গ্রামের বাড়ি যায়

in poetry •  7 years ago  (edited)

![1074831_image2_1-2.jpg](
Image credit: google search.
দম বন্ধ করে দেয় ,শহরের দূষণযুক্ত বায়ু
তাইতো মন টেনে নিয়ে যায় গ্রামের মুক্ত বায়ু।
যেখানে দূষণ নেই, কোলাহল নেই,
আছে শুধু মৈত্রীর মেলবন্ধনে গাঁথা,
আত্মার তৃপ্তির সাথে জড়িয়ে থাকা স্বজনপ্রীতি,
যে স্বজনপ্রীতি মানসিক প্রশান্তি এনে দেয়।
তাইতো মাঝে মাঝে গ্রামের বাড়ি যায়।
thick-smog-pollution_fe0e2a2c-ed6c-11e6-90af-e8d3e91f500c.jpg
Image credit: google search.

শহরের জীবন বদ্ধতা দিয়ে গাঁথা,
যে গাঁথা শরীরকে ধুলিময় করে তোলে
যে ধূলো,শুধু দূষণে ভরা।
রোগ-জীবাণু ভরা চকচকে দালানে থেকেও
মনের মধ্যে নেই কোনো প্রশান্তি,
তাইতো মাঝে মাঝে গ্রামের বাড়ি যায়।

যে গ্রাম আমাকে দেয় সস্তির নিঃশ্বাস ,
যে গ্রাম আমাকে সবুজের সমারোহ দেখায় ,
সবুজ দেখিয়ে চোখ জুড়িয়ে দেয়,
আপন মনের প্রশান্তি মেলায়।
যখন গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটি,
তখন সবুজের সাথে সাথে দেখি ,
দল বেঁধে থাকা গরুর দল।
সেই গরুগুলির দিকে তাকালে মনে হয়,
তাদের সাথে যেন আমার নাড়ীর বন্ধন।
তাদের সাথে যে আমার আত্মার আত্মীয়তা জড়িয়ে আছে।
Goshala.jpg
Image credit: google search.
গরুগুলির মুখগুলি দেখে যেন মনে হয়,
তাদের চোখে রয়েছে মায়াবী রং।
যে রং-এ মিশে আছে প্রশান্তির নিঃশ্বাস,
যে চাহনিতে নেই কোনো অভিমান।
তাইতো মাঝে মাঝে গ্রামের বাড়ি যায়।

শহরের বিচিত্র লোকের মধ্যে থেকে নিজেকে অশান্ত লাগে,
সেই অশান্ত হৃদয় জাগিয়ে তোলে
গ্রামের অবারিত সবুজের সমারোহ ভরা মাঠ‌।
তাইতো মাঝে মাঝে গ্রামের বাড়ি যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

where r u from bro ?

My village house barwman's palsit.

Thanks yr

Hello @simaroy,

It gives us pleasure to inform you that your have been chosen to cast vote with 10% VP from "royalmacro" trail.

Learn more about the Royalmacro Trail here!

If you wish to support this initiative, join the Royalmacro voting trail on Streemian. Every vote counts!

We hope to see you continuing to post some great stuff on Steemit!

Good luck!

@royalmacro

Unfortunately, 24 Hours Older Posts Are Not Eligible To Get Votes From All Other Members Of The Curation Trail