খেলাফতে ইনসানিয়াত -- মানে হলো, সত্য সুবিচার মানবতা অধিকার প্রতিষ্ঠা করা। যেখানে প্রত্যেক মানুষ তার নিজস্ব চিন্তা-ধারণা নিয়ে স্বাধীন ভাবে বেঁচে থাকবে।
ঠিক তার বিপরীত হলো--- মুলকিয়ত।
মুলকিয়ত মানে--- মিথ্যা অবিচার জুলুম শোষণ প্রতিষ্ঠা করা। এককথায়, যাকে বলে "জোর যার মুল্লুক তার"। নিজের ক্ষমতায় সত্য কে মিথ্যা আর মিথ্যা কে সত্য বলে চালিয়ে দেয়ার অবৈধ প্রক্রিয়া জারি রাখা।
এই মুলকিয়তের রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থা আজ সারা বিশ্ব কায়েম রয়েছে।
তাই
এই মুলকিয়ত কে উৎখাত করে খেলাফতে ইনসানিয়াত তথা মানবতার রাষ্ট্র বিশ্ব কায়েম করতে হবে। যেখানে সকল ধর্মের মানুষ তার নিজস্ব চিন্তা চেতনা নিয়ে বেচে থাকবে। মানবতা ও ন্যায়ের আলোয় সত্য মিথ্যা সুস্পষ্ট হবে।
ধন্যবাদ ওয়াস সালাম