Lojjaboti Ful(লজ্জাবতী ফুল): Mimosa pudica

in pudica •  6 years ago 

নিশিপদ্ম ফুল ফুঁটিয়াছে কোন জোছনা রাতের ঝোপঝাড়ে;
সে লজ্জাবতী নয়, দেখিয়া তরে ঘুটিয়ে নিবে আপনারে।

সকালে তোলা লজ্জাবতী
বিন্দুমাত্র টের না পাওয়া

#শুভ_সকাল

lazzapotiu
harry crosby poet

লজ্জাবতী (লাতিন: ''Mimosa'') হলো প্রায় ৪০০ প্রজাতির গুল্ম ও লতার একটি গণের নাম, যা লেগিউম জাতীয় ফ্যাবায়েসি পরিবারের Mimosoideae উপ-পরিবারের অন্তর্গত। এই গণটির নাম এসেছে গ্রিক ভাষার শব্দ μιμος (mimos), অর্থ "নকল" থেকে।[১] এর দ্বি-পক্ষল পাতা রয়েছে। এর মধ্যে সবচেয়ে পরিচিত প্রজাতি হলো Mimosa pudica। এর পাতা ছোঁয়া মাত্র বন্ধ হয়ে যায়। তাপের প্রভাবে, বা সন্ধ্যা বেলাতেও পাতা বন্ধ হয়ে যায়। মূলত সিসমোন্যাস্টিক চলন(Seismonastic Movement)-এর প্রভাবেই এর পাতা বন্ধ হয়ে যায়। থোকায় থোকায় ফুল ফোটে। এর ফলগুলো চ্যাপ্টা, বাঁকা-লম্বাটে। এর আদি নিবাস মধ্য আমেরিকার মেক্সিকোতে, তবে বর্তমানে বিশ্বের সব জায়গায় এটি ছড়িয়ে পরেছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!