কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।
নিয়মাবলী :
১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট
পুরস্কার :
১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট তাঁর একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট তাঁর একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর আপভোট তাঁর একটিভ পোস্টে
কুইজ : (বিবিধ)
০১. পিজারো কে ছিলেন ? তিনি কেন একই সাথে কুখ্যাত এবং বিখ্যাত ইতিহাসে ?
০২. ইউরোপে আলু দক্ষিণ আমেরিকা থেকে সর্বপ্রথম কার হাত ধরে প্রবেশ করে ? এই আলুর জন্যই তিনি নাইটহুড স্যার উপাধি লাভ করেন, আবার এই আলুর জন্যই শেষমেশ তাঁর শিরোচ্ছেদ করা হয় ।
০৩. "Troy" হলিউড মুভিটি কোন বইয়ের গল্প থেকে নিয়ে তৈরী করা হয়েছে ? লেখক কে ?
০৪. কোনটির জন্ম আগে হয়েছে ? পৃথিবী নাকি চাঁদের ?
০৫. পৃথিবীতে প্রাপ্ত একমাত্র শীতল (খুবই কম তাপ, একরকম তাপহীনই বলা চলে) বায়ো-লাইট কোথায় পাওয়া যায়?
০৬. টিনটিন কমিক্সে ভারতে টিনটিন এসেছিলো মোট ক'বার ?
০৭. এস্টেরিক্স কমিক্সে কার গান শুনলে সবাই ভয়ে পালাতো ?
০৮. সমুদ্রের গভীরে পাওয়া কোন মাছকে জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে ?
০৯. সাপের মানুষ গিলে নেয়ার কথা বইতে পড়া ছাড়া তেমন কোনো বাস্তব প্রমান পাওয়া যায়নি । এ ব্যাপারে একটি মাত্র প্রমাণ (তাও প্রচুর বিতর্ক আছে) কোন দ্বীপে পাওয়া গিয়েছিলো ?
১০. এ পৃথিবীতে কোন শ্রেণীর প্রাণীরাই একমাত্র তাদের দেহের ওজনের ৩০০ গুণ অব্দি বেশি ওজনের ভার বহন করতে সক্ষম ?
ধন্যবাদ ✡