আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
ইস্টিমিটের সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সবাই ভাল আছেন।
বন্ধুরা আজকে শুরু করছি বৃক্ষরোপণ সম্পর্কে। বর্ষাকালের শুরু থেকে শেষ পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় আমাদের দেশে।
তারই আলোকে আমি কিছু বৃক্ষ রোপণ করার উদ্যোগ নিয়েছি। কারন গাছ লাগালে আমার কল্যাণ ও মানুষেরও কল্যাণ, আমি ফল পাবো কাঠ পাবো অক্সিজেন পাব সাথে মানুষও অক্সিজেন পাবে।
তাই এবার কিছু আম গাছ রোপণের পরিকল্পনা করেছি।
এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ শুরু করে দিয়েছি।
আমের চারা ক্রয়
গত ২০/৮/২৪ তারিখে গিয়েছিলাম আল-আমিন নার্সারিতে। সেখান থেকে তিন রকমের ২৬টি আমের চারা ক্রয় করি।
সেগুলো ছিল, ব্যানানা ম্যাঙ্গো, থাই কাঠিমন, ও বারি ফোর। চারা ক্রয় করা হয় প্রতি পিছ ৯৫ টাকা করে।
চারা রোপণের আগে করনীয়
আমি আমের চারা গুলো একটি ভ্যান গাড়িতে করে বাড়িতে নিয়ে আসি।
যেকোন চারা রোপণ করার আগে কিছু জরুরি করনীয় বিষয় থাকে সেগুলো সবারই খেয়াল রাখা দরকার।
#বিষয় গুলো হলো,
১: চারা সাবধানের সহিত ক্যারি করা।
২: চারা মাটিতে রোপন করার আগে গর্ত তৈরী করে রাখা।
৩: চারা গাছ যদি প্যাকেটে থাকে তাহলে অন্তত৷
২দিন,আর যদি খোলা থাকে তাহলে ৭থেকে ১০
৷ দিন রেষ্টে রেখে দেওয়া উচিৎ,নতুন শিকড় গজানোর জন্য।
৪: চারা রেষ্টে থাকা অবস্থায় প্রতিদিন সকাল ও বিকালে পানি ছিটিয়ে দেওয়া।
৫: চারা গুলো ছায়াযুক্ত স্থানে রাখা,যাতে রোদ না লাগে।
চারা রোপনের সময় করনীয়
১: চারা রোপণ করার সময় খেয়াল রাখতে হবে যেন চারার গোড়ার মাটি সমান গর্ত হয়।
২: চারা গর্তে দেওয়ার পর চারি পাশ থেকে ঝুরঝুরে মাটি দিয়ে গর্ত ভরাট করতে হবে।
৩: গর্তের মাটি গুলো চারার গোড়ার ৫/৭ ইঞ্চি দূর থেকে হালকা করে গেঁদে দিতে হবে।
৪: প্রতিটি চারার একটি করে শক্ত গোজা বা লাঠি দিয়ে চারা সাথে বেঁধে দিতে হবে।
৫: চারা রোপনের পর গোড়ায় একটু পানি দিয়ে দিতে হবে,বৃষ্টি হলে দেওয়া লাগবে না।
সম্মানিত বন্ধুগন, এ সকল বিষয়ে আরো অনেক আধুনিক তথ্য আছে যা আমাদের জানা দরকার।
বন্ধুরা আমার চারা গুলো এখন রেষ্টে রেখে দিয়েছি। চারাতে নতুন শিকড় গজালে তার পর রোপন করবো ইনশাআল্লাহ।
Use steemexclusive tag.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit