ছোটো বেলার সৃতি বাবুই পাখির বাসা

in savebabuipakhi •  last year 

[![Untitled-design.png]()](https://postimg.cc/Yh7LqNpF)

আজ থেকে ১৫-২০ বছর আগেও গ্রামগঞ্জে ব্যাপকভাবে বাবুই পাখির বাসা চোখে পড়ত। কিচিরমিচির শব্দ আর এদের শৈল্পিক বাসা মানুষকে পুলকিত করত। অপূর্ব শিল্প শৈলীতে প্রকৃতির অপার বিস্ময় এদের সেই ঝুলন্ত বাসা বাড়ির তালগাছসহ নদীর পাড়ে, পুকুর পাড়ে, বিলের ধারে এখন আর সচরাচর চোখে পড়ে না। আগের মতো বাবুই পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয় না গ্রাম বাংলার জনপদ কত কবি কবিতা লেখছেন এই পাখি কে নিয়ে তার মধ্যে অন্যতম বিখ্যাত কবি রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ সেইখানে কবি বাবুই ক রূপক ধরে বলছেনঃ বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, “কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।” বাবুই হাসিয়া কহে, “সন্দেহ কি তাই ? কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়। পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা। কাদা, ঘাস, লতা-পাতা দিয়ে বানানো বাসা: বাবুই খুব সুন্দর করে কাদা, ঘাস, লতা-পাতা দিয়ে শৈল্পিক বাসা বোনে বলে একে 'তাঁতিপাখি' নামেও ডাকা হয়। বাবুই তাল, নারকেল, খেজুর, সুপারি, রেইনট্রি গাছে দলবেঁধে বাসা বোনে। এদের বাসার গঠন বেশ জটিল আর আকৃতিও খুব সুন্দর। বাবুই পাখির বাসা দেখতে অনেকটা উল্টানো কলসির মতোঅর্ধেক বাসা বাঁধতে সময় লাগে ৪-৫ দিন।কাঙ্খিত স্ত্রী বাবুই পাখির পছন্দ হলে বাকিটা শেষ করতে সময় লাগে আরও ৪ দিন। প্রতিটি তালগাছে ১শ’ থেকে ১২০টি বাসা তৈরি করতে সময় লাগে ১০-১২ দিন। পুরুষ বাবুই এক মৌসুমে ৬ টি পর্যন্ত বাসা বুনতে পারে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!