স্কুল জিবনের ভালোবাসার কাহিনী (পার্ট৩)

in schoollife •  6 years ago 

  স্কুল জিবনের ভালোবাসার কাহিনী বাকি গল্প 

(পার্ট ১ ) এবং (পার্ট ২)এর পর যা ঘটলো ....... 

একবার স্কুল থেকে শিক্ষা সফর যাওয়ার জন্য প্রস্তুতি নিল । শিক্ষা সফরের জন্য কুয়াকাটা  বাচাই করা হল । এই সময় সাদিয়া ও হাসিব ২ জন শিক্ষা সফল যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল । এবং আমাদের সকল ক্লাস বন্ধু ওদের সম্পর্কের কথা জেনে গেছিল । এবং কইএকটি শিক্ষক ও জানত যারা ছাত্রদের সাথে মিশত । কুয়াকাটা অনেক দুরের রাস্তা ছিল । যেতে প্রাই একদিন লেগে যাই । এই জন্য আগের রাতেই গাড়িতে যাওয়ার শিদ্ধান্ত  । এবং আমাদের স্কুল থেকে ৪টি বাস যাবে । সাদিয়া এবং হাসিব এই শিক্ষা সফর যাওয়ার জন্য অনেক খুসি হল । আমরা  সকল বন্ধুরা মিলে সাদিয়া এবং হাসিবের বাসের সিট একজাইগাই বসার সুযোক করে দিলাম । ওরা ২ জন সারা রাস্তা গল্প করতে করতে যাবে । বন্ধু হিসাবে এইটুকু সুযোকতো করতেই পারি । এবং ওদের ২ জনের সিট একজাইগাই হওয়ার কারনে ওরা ২ জনই বেশ খুসি হইছিল । এর জন্য হাসিব আমাদের কিছু নাস্তা খাওয়াল । শিক্ষা সফল এর জন্য আমরা রওনা  দিলাম রাত ৯ টার দিকে এবং আমরা কুয়াকাটা তে সকাল ৮ তার দিকে পৌছালাম । অনেক রাস্তা যাতাযাত করে সবাই বেশ কালান্ত অনুভব করতেছে । এইখানে আমাদের জন্য সকালের নাস্তা বাবস্তা করা ছিল । আমরা সকালের নাস্তা সেরে নিলাম । এবং সবাই একসাথে সুমুদ্র পাড়ে গেলাম । কুয়াকাটা সুমুদ্র সৈকত সত্যি অনেক সুন্দর । এই খানে সকালে সূর্য উঠা এবং সন্ধাই সূর্য অস্থ দেখা যাই । এই দৃশ্য দেখার জন্য অনেকে এই কুয়াকাটা সুমুদ্র সৈকতে আসে , এই দৃশ্য দেখতে অনেক মজার বেপার । সব জাইয়াই এই দৃশ্য দেখা যাই না । আমরা সবাই সুমুদ্র সৈকতে গোসল করবো বলে আলাদা আলাদা ড্রেস এনেছিলাম । এবং আমি একটি ফুটবল ও সাথে নিয়াছিলাম । এই ফুটবল দিয়া আমরা সবাই সুমুদ্র সৈকতে খেলা শুরু করলাম । সাদিয়া আর হাসিবের খোঁজ নাই । ওরা ২ জন কোথাই ঘুরতে গেছে । খেলার শেষে সুমুদ্র নামলাম সবাই গোসল করার জন্য । এই সময় সাদিয়া এবং হাসিব ও চলে আসলো । সবাই মিলে অনেক লাপালাপি করলাম । এবং বেশ মজা করলাম । এবং একই সাথে অনেক ছবি ও তুলে ছিলাম । এই গুলো সরণে থাকবে সারা জীবন । 

image source

এই সুমুদ্র গোসল করে সাদিয়ার হাল্কা ঠাণ্ডা লেগে গেছে , নতুন পানি এবং নতুন জাইগা । এবং রাতে জর ও চলে আসলো । আমরা সবাই খাওয়া দাওয়া করে বাসাই আসার জন্য রওনা করলাম । শিক্ষা সফর টা বেশ মজার ছিল । শিক্ষা সফর টা বিশেষ করে সাদিয়ার এবং হাসিবের জন্য আমাদের বেশি ভাল লেগেছে । এমন শিক্ষা সফর সব সময় যাওয়া হয় না। প্রত্যেক বছর একবার ।  এবং ঐখানে শিক্ষর দের উদ্ধগে কিছু অনুষ্ঠান করা হইয়াছিল । যে গুলো তে ছিল , গান , নাচ , কতুক, অভিনই । সবকিছু মিলে বেশ অনেক সুন্দর করে সাজান হইছিল আমাদের শিক্ষা সফর । 

আমাদের শিক্ষকরা ও গান করেছিল । আমাদের একটা শিক্ষিকা ছিল নাজমা মাডাম বেশ ভাল , মাডাম খুব ভাল নাচ পাড়ে । আমাদের জন্য মাডাম নাচ করে ছিল । আমরাও নাচ করেছিলাম মাডাম এর সাথে । এই সৃতি গুলো কোন দিন ভুলব না।  

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You got a 9.72% upvote from @upmewhale courtesy of @mrsallu!

Earn 100% earning payout by delegating SP to @upmewhale. Visit http://www.upmewhale.com for details!

muy interesante!


Congratulations @mrsallu!
You raised your level and are now a Minnow!

Do not miss the last post from @steemitboard:

SteemFest3 and SteemitBoard - Meet the Steemians Contest

Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!