স্কুল জিবনের ভালোবাসার কাহিনী বাকি গল্প
(পার্ট ১ ) এবং (পার্ট ২)এর পর যা ঘটলো .......
একবার স্কুল থেকে শিক্ষা সফর যাওয়ার জন্য প্রস্তুতি নিল । শিক্ষা সফরের জন্য কুয়াকাটা বাচাই করা হল । এই সময় সাদিয়া ও হাসিব ২ জন শিক্ষা সফল যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল । এবং আমাদের সকল ক্লাস বন্ধু ওদের সম্পর্কের কথা জেনে গেছিল । এবং কইএকটি শিক্ষক ও জানত যারা ছাত্রদের সাথে মিশত । কুয়াকাটা অনেক দুরের রাস্তা ছিল । যেতে প্রাই একদিন লেগে যাই । এই জন্য আগের রাতেই গাড়িতে যাওয়ার শিদ্ধান্ত । এবং আমাদের স্কুল থেকে ৪টি বাস যাবে । সাদিয়া এবং হাসিব এই শিক্ষা সফর যাওয়ার জন্য অনেক খুসি হল । আমরা সকল বন্ধুরা মিলে সাদিয়া এবং হাসিবের বাসের সিট একজাইগাই বসার সুযোক করে দিলাম । ওরা ২ জন সারা রাস্তা গল্প করতে করতে যাবে । বন্ধু হিসাবে এইটুকু সুযোকতো করতেই পারি । এবং ওদের ২ জনের সিট একজাইগাই হওয়ার কারনে ওরা ২ জনই বেশ খুসি হইছিল । এর জন্য হাসিব আমাদের কিছু নাস্তা খাওয়াল । শিক্ষা সফল এর জন্য আমরা রওনা দিলাম রাত ৯ টার দিকে এবং আমরা কুয়াকাটা তে সকাল ৮ তার দিকে পৌছালাম । অনেক রাস্তা যাতাযাত করে সবাই বেশ কালান্ত অনুভব করতেছে । এইখানে আমাদের জন্য সকালের নাস্তা বাবস্তা করা ছিল । আমরা সকালের নাস্তা সেরে নিলাম । এবং সবাই একসাথে সুমুদ্র পাড়ে গেলাম । কুয়াকাটা সুমুদ্র সৈকত সত্যি অনেক সুন্দর । এই খানে সকালে সূর্য উঠা এবং সন্ধাই সূর্য অস্থ দেখা যাই । এই দৃশ্য দেখার জন্য অনেকে এই কুয়াকাটা সুমুদ্র সৈকতে আসে , এই দৃশ্য দেখতে অনেক মজার বেপার । সব জাইয়াই এই দৃশ্য দেখা যাই না । আমরা সবাই সুমুদ্র সৈকতে গোসল করবো বলে আলাদা আলাদা ড্রেস এনেছিলাম । এবং আমি একটি ফুটবল ও সাথে নিয়াছিলাম । এই ফুটবল দিয়া আমরা সবাই সুমুদ্র সৈকতে খেলা শুরু করলাম । সাদিয়া আর হাসিবের খোঁজ নাই । ওরা ২ জন কোথাই ঘুরতে গেছে । খেলার শেষে সুমুদ্র নামলাম সবাই গোসল করার জন্য । এই সময় সাদিয়া এবং হাসিব ও চলে আসলো । সবাই মিলে অনেক লাপালাপি করলাম । এবং বেশ মজা করলাম । এবং একই সাথে অনেক ছবি ও তুলে ছিলাম । এই গুলো সরণে থাকবে সারা জীবন ।
এই সুমুদ্র গোসল করে সাদিয়ার হাল্কা ঠাণ্ডা লেগে গেছে , নতুন পানি এবং নতুন জাইগা । এবং রাতে জর ও চলে আসলো । আমরা সবাই খাওয়া দাওয়া করে বাসাই আসার জন্য রওনা করলাম । শিক্ষা সফর টা বেশ মজার ছিল । শিক্ষা সফর টা বিশেষ করে সাদিয়ার এবং হাসিবের জন্য আমাদের বেশি ভাল লেগেছে । এমন শিক্ষা সফর সব সময় যাওয়া হয় না। প্রত্যেক বছর একবার । এবং ঐখানে শিক্ষর দের উদ্ধগে কিছু অনুষ্ঠান করা হইয়াছিল । যে গুলো তে ছিল , গান , নাচ , কতুক, অভিনই । সবকিছু মিলে বেশ অনেক সুন্দর করে সাজান হইছিল আমাদের শিক্ষা সফর ।
আমাদের শিক্ষকরা ও গান করেছিল । আমাদের একটা শিক্ষিকা ছিল নাজমা মাডাম বেশ ভাল , মাডাম খুব ভাল নাচ পাড়ে । আমাদের জন্য মাডাম নাচ করে ছিল । আমরাও নাচ করেছিলাম মাডাম এর সাথে । এই সৃতি গুলো কোন দিন ভুলব না।
You got a 9.72% upvote from @upmewhale courtesy of @mrsallu!
Earn 100% earning payout by delegating SP to @upmewhale. Visit http://www.upmewhale.com for details!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
muy interesante!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations @mrsallu!
You raised your level and are now a Minnow!
Do not miss the last post from @steemitboard:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit