তাছাড়া, বিভিন্ন টেলিফোন কমিউনিকেশন নেট‌ওয়ার্কে

in ss7 •  3 years ago 

তাছাড়া, বিভিন্ন টেলিফোন কমিউনিকেশন নেট‌ওয়ার্কে এখনো SS7 protocol ব্যবহার করা হয়। SS7 protocol-র বিভিন্ন ধরণের vulnerabilities রয়েছে যেটাকে Pegasus-র মতো ইনফিল্ট্রেশন সিস্টেম কাজে লাগিয়ে গ্রাহকদের সব তথ্য হাতিয়ে নিয়ে কল রেকর্ড করে, এস‌এম‌এস পড়ে ও ইন্টারনেটের সার্চ হিস্ট্রি সহ ইমেইল, বিভিন্ন সাইটের পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে। বহুবার বহু প্রযুক্তিবিদরা বিশ্বনেতা আর টেলিকম ইন্ডাস্ট্রির বড় কম্পানিদের -এর সুরাহা করতে বলার পর‌ও কোন লাভ হয়নি। তারা তো এটা‌ই প্রমাণ করতে ব্যস্ত যে এই সিস্টেমে কোন গন্ডগোল নেই। এতদিন এ সবকিছু‌ই আমি জানতাম, শুধু তোদের বলিনি.. তোদের জানানোর প্রয়োজন পড়েনি বলে।😉 #PegasusProject #ProjectPegasus #NSOGroup #ZeroClickVulnerability #ZeroDayExploit #SS7Vulnerability

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!