সময়
একটা প্রবাদ শুনে এসেছি " সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করেনা "
আমরা আমাদের দিনটা যেভাবেই কাটাই না কেনো দিন কিন্তু পার হয়ে যাবেই।
আপনি ভালো কাটালেন নাকি খারাপ কাটালেন তাতে দিন থেমে থাকবে না।
ভালো খারাপ পার হয়ে যাওয়া প্রতাটা সময় আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে।
আমাদের হায়াতের জীবনের এক একটা সময় কমে যাচ্ছে।
আমারা চাইলেও তা আটকে রাখতে পারবো না। একটু একটু করে শেষ পর্যন্ত দাড়িয়ে যাবো মৃত্যুর দুয়ারে।
সেদিন আর সময় বলতে কিছুই থাকবে না।
তাই সময়কে গুরুত্ব দিতে শিখুন। যতটুকু সময় পান সময়টাকে কাজে লাগিয়ে ভালো কিছু করুন।
যাতে জীবন ভালো কাটে।