Ukraine-Russia Crisis: গাড়ি ভেদ করে হরজিতের কাঁধে এবং পায়ে গুলি লাগে! এরপর...

in steemitsteemit •  3 years ago 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আজ নবম দিন! সকাল থেকে আজ শুক্রবারও একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। চলছে মিসাইল দাগা। আর এই ঘটনার মধ্যেই আরও এক ভারতীয় ছাত্রের শরীরে গুলি লাগারার খবর সামনে এসেছে। ওই ছাত্রের নাম হরজিত সিং বলে জানা যাচ্ছে।

xap02-26-2022-000132b-1645951286.jpg.pagespeed.ic.5ht6tZp_xl.jpg

লিংক ঃhttps://bit.ly/35vexzp

যদিও এখন তিনি অনেকটাই সুস্থ রয়েছেন বলে একাধিক সংবাদমাধ্যম সুত্রে জানা যাচ্ছে। তবে একের পর এক ভারতীয় পড়ুয়াদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘিরে উদ্বেগ তৈরি হচ্ছে
হরজিত সংবাদসংস্থাকে জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিভ থেকে পালানোর সময়ে তাঁর গুলি লাগে। দুটি গুলি তাঁর শরীরে লাগে। যার মধ্যে একটি কাঁধে এবং একটি পায়ে লাগে বলে জানিয়েছেন। তবে গুলি লাগার পরেই হরজিত অজ্ঞান হয়ে পড়েন। তবে সুস্থ হলেও রাজধানী কিভেই এখনও তাঁর চিকিৎসক চলছে বলে জানা গিয়েছে।

লিংক ঃhttps://bit.ly/35vexzp

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হরজিত জানিয়েছেন, ডাক্তাররা তাঁর একেবারে বুকের পাশ দিয়ে গুলি বার করেছেন। তবে পা পুরো ভেঙে গিয়েছে। যদিও ভারতীয় দূতাবাস সুত্রে জানা গিয়েছে, ওই ছাত্রকে সবরকম সাহায্য করা হচ্ছে। খুব শিঘ্রই হয়তো তাঁকে কিভ থেকে বের করে আনা হবে বলেও জানা গিয়েছে।
তবে কাদের সঙ্গে পালাচ্ছিলেন হরজিত? বাকি পড়ুয়াদের খবরই বা কি? এই বিষয়ে জানতে চাওয়া হলে আহত ছাত্র জানিয়েছেন, এই বিষয়ে আমার কোনও ধারনা নেই। তবে তাঁরা সবাই একটা ট্যাক্সিতে উঠেছিলেন। আর ঠিক সেই সময়েই চারপাশ দিয়ে গুলি চলতে থাকে বলে দাবি তাঁর।

আর সেই মুহূর্তেই একটি গাড়ি ভেদ করে তাঁর শরীরে লাগে বলে দাবি হরজিতের। তবে বাকিদের কোথায় আছে? জীবিত আছে কিনা, আদৌও ফিরতে পেরেছে কিনা সে বিষয়ে কোনও ধারনা নেই বলেই জানিয়েছেন তিনি। এমনকি তাঁর আহত হওয়ার খবরও কেউ জানত না। সুস্থ হওয়ার পর ভারতীয় দূতাবাসকে হরজিত জানালে বিষয়টি স্পষ্ট হয় বলে জানা গিয়েছে।

লিংক ঃhttps://bit.ly/35vexzp

তবে এদিন সকালেই কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন সেনা কর্তা জেনারেল ভি কে সিং জানান, সরকার যত দ্রুত সম্ভব যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের নিরাপদে বার করে আনার চেষ্টা চালাচ্ছে। সর্বশক্তি দিয়ে এই চেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি তাঁর। তবে রাজধানী কিভে এক ভারতীয় ছাত্রের গুলি লাগার ঘটনার স্বীকার করে নিয়েছেন জেনারেল।
তাঁর দাবি, দূতাবাসের তরফে দ্রুত কিভ খালি করার কথা বলা হয়েছে। যুদ্ধে বন্দুকে গুলি কোনও ধর্ম, কে কোন দেশের নাগরিক তা মানে না বলে আক্ষেপ প্রাক্তন সেনা কর্তার।

তাঁর দাবি, দূতাবাসের তরফে দ্রুত কিভ খালি করার কথা বলা হয়েছে। যুদ্ধে বন্দুকে গুলি কোনও ধর্ম, কে কোন দেশের নাগরিক তা মানে না বলে আক্ষেপ প্রাক্তন সেনা কর্তার।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই রাশিয়ান স্ট্রাইকে এক ভারতীয় ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটে। আর সেই রেশ কাটতে না কাটতেই আরও একটি ঘটনায় প্রশ্নের মুখে কেন্দ্রের ভূমিকা.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!