কেমন আছেন সবাই? আমার বাংলা ব্লগে আজ আপনাদের কাছে এক ভিন্ন ধরনের গল্প বলব। আমরা সবাই এই ধরনের গল্পের মধ্যে দিয়েই যাই। গল্পটি একটি গোলাপের আত্বকাহিনী। যা প্রত্যেকের নিজস্ব সৌন্দর্যে সুন্দরের প্রতিচ্ছবি পাবো এই গল্পে।
সৃষ্টির সব কিছুর একটি নিজস্ব সত্তা আছে,নিজস্ব সৌন্দর্য আছে।প্রত্যকেই তার নিজের রুপের প্রতি মহিয়ান।আসলে কি সত্যি আমরা প্রত্যেকে নিজস্ব রুপে সন্তুষ্ট?
আমাদের যাদের গায়ের রং সাদা তারা কি সন্তুষ্ট? বা যারা লম্বা, খাটো? আমরা আসলে অনেকেই আছি যারা নিজেকে নিয়ে নিজের সৌন্দর্য নিয়ে দ্বিধায় পড়ে আছি। আসলে কি এমন হওয়া উচিত? সৃষ্টির সব কিছুর প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। আমরা আসলে ভুলে যাই যে আমাদের প্রতিটি সৃষ্টির ভিন্ন ভিন্ন কারণ আছে।
মানুষ, গাছ পালা,পশু-পাখি সব কিছুই নিজস্ব কারনে নিজস্ব সত্তায় পরিণত।
আসুন একটি গোলাপের আত্বচিৎকারের গল্প শোনাই আপনাদের
মা মিতুকে বারবার বারণ করছিল গোলাপ ফুলকে না ধরতে কিন্তু গোলাপ অনেক সুন্দর হওয়ায় সে যেই না ফুলকে তুলতে গেছে আর গোলাপের কাটা হাতে বেঁধেছে।মিতু কান্না করে বলছে মা এতো সুন্দর ফুলে কাটা কেন থাকে! কি বিশ্রী কাটা এই এতো সুন্দর ফুলে। মা বলল গোলাপে কাটা থাকার একটু কারণ আছে। মায়ের কথা শুনে মিতুর কারণটা শোনার আগ্রহ বেড়ে গেল মাকে বলল মা বলোনা কি কারণ? তাহলে শোনো মা বলে একটি বাগানে অনেক গুলো গোলাপ গাছ ছিল। গোলাপ ফুল গুলো অনেক সুন্দর ছিল বাগানে যারা আসত এই ফুল গুলো দেখে অনেক আনন্দ পেত। গাছে কাটা থাকায় তাদের মাঝে কেউ গোলাপ তুলতে সাহস পেত না।কিন্তু তাদের মাঝে একটু গোলাপ তার গায়ে কাটার জন্য খুশি ছিল না। না আমি এই কাটাকে একদম পছন্দ করিনা। পাশের প্রজাতির শুনে বলল তুমি কি সত্যি পছন্দ করোনা?সে বলল দেখ আমার সব জিনিস কত সুন্দর আমার এই কাটা কত বিশ্রী। যদি আমি এগুলো সরাতে পারতাম আমাকে সবাই ভালবাসত! প্রজাতি বলল আমি তোমাকে সাহায্য করতে পারি আমার এক ইদুর বন্ধু আছে। সে তোমার সব কাটা সরিয়ে দিবে।এই কথাটি পাশের গোলাপটি শুনে বলল তুমি কি বোকার মতো কথা বলছ ভাই! তুমি কি সত্যি কাটা সরিয়ে দিবে নাকি? হা আমি করব তুমি চুপ থাকো।প্রজাপতি কে সে ইদুরকে খবর দেওয়ার কথা বলল।ইদুর এসে তার সব কাটা কেটে একেবারে মসৃণ করে দিল।আর ঠিক তখনি একটু মৌমাছির ঝাক বাগানে আসল।মৌমাছি গুলো সব ফুল থেকে মধু সংগ্রহ করছে এমন সময় একটি বাচ্চা মৌমাছি গোলাপ ফুলকে দেখে গোলাপ থেকে মধু সংগ্রহ করার ইচ্ছা প্রকাশ করতেই মা মৌমাছি বলে উঠল না সোনা তুমি যেওনা।কিন্তু মা ফুলটি অনেক সুন্দর এর মধুও নিশ্চয় সুন্দর হবে। মা মৌমাছি বলে গাছে কাটা আছে।কিন্তু মা আমাকে তো চেষ্টা করতে দাও এই বলে ছোট মৌমাছি উড়ে গিয়ে দেখল কাটা নেই। সাথে সাথে চিৎকার করে বলল এটি এমন একটি গোলাপ গাছ যার গায়ে কাটা নেই এইটা শুনে সকল মৌমাছি এসে গোলাপটির উপর বসল। গোলাপটির আত্বচিৎকার করেও সে তার সৌন্দর্য কে রক্ষা করতে পারল না।
আমাদের সবারই উচিত আত্বকে চেনা। আত্ব উপলব্ধি করা নিজের সৌন্দর্যে সন্তুষ্ট থাকা
ধন্যবাদ
আমি বাংলাদেশের Steemit ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণের জন্য একটি গুগল ফর্ম ডিজাইন করেছি। অনুগ্রহ করে উক্ত গুগল ফর্মে আপনি আপনার তথ্যাবলি সংযুক্ত করুন। বিস্তারিত জানতে দয়া করে এই পোস্টটি দেখুন।
ফর্ম লিংক: https://forms.gle/w2a4FtCVarnRUP5f8
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit