Take care of the saints.

in story •  7 years ago 

 এক গ্রামে বেশ পানি সংকট ছিল। গ্রামের লোকজন কয়েক মাইল দূরের আরেক গ্রামের কুয়ো থেকে পানি সংগ্রহ করতো। গ্রামবাসীর এই দুরবস্থা দেকে এক অবস্থাসম্পন্ন ব্যক্তি নিজ খরচে ওই গ্রামে একটি কূপ খননের ব্যবস্থা করলেন।
কূপ খননের পর গ্রামবাসীর পানি সংকট আর থাকলো না। সবাই ওই মহৎ ব্যক্তির প্রশংসা করতে লাগলো। ওই গ্রামেই আরেক বিপত্নীক লোক বাস করতো। সে মহৎ ব্যক্তির এই প্রশংসায় বেশ ইর্ষান্বিত হলো। কিন্তু সামনাসামনি কিছু বলার সাহস পেত না। লোকটি প্রতিদিন গভীর রাতে সেই কূপের মধ্যে ইচ্ছেমত ময়লা পানি ফেলতো। সকাল বেলা সে যখন দেখতো লোকজন ময়লা মিশ্রিত পানি পান করছে, তা দেখে সে কুৎসিত আনন্দ পেত। যদিও তাকে নিজের পানির জন্য সেই দূরের গ্রামে যেতে হতো, তবুও সেই কষ্টের চেয়ে মানুষকে নোংরা পানি খাওয়ানো তাকে বেশি আনন্দ দিত।
এভাবে কিছুদিন চলার পর সে এক অজানা রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলো। তাই দূর গ্রামে গিয়ে পানি সংগ্রহ তার জন্য অসম্ভব ছিল। কিন্তু জেনেশুনে তো আর ময়লা মিশ্রিত পানি পান করা যায় না। তাই সে পানি না খেয়েই একদিন কাটালো। এভাবে একসময় সে মুমূর্ষু অবস্থায় পৌছে গেল। প্রতিবেশিরা তাকে শেষ পানি পান করালো, যেটা ছিল ওই কূপের সেই ময়লা মিশ্রিত পানি! মৃত্যুর পূর্বে তারই ময়লা মিশ্রিত পানি খেয়ে মরতে হলো।

#নোট_: অদ্ভুত এই পৃথিবীতে আমরা সবাই কমবেশি পাপী। অন্যের ক্ষতি করে, অন্যকে বিপদে ফেলে আমরা কেউকেউ শয়তানি তৃপ্তি পাই। অনেকে সময় থাকতে নিজেকে শুধরে নিতে পারি, আবার অনেকে পারিনা।
আর যারা পারিনা তাদের অপকর্ম গুলো একদিন বুমেরাং এসে তাদের গ্রাস করে।
সেদিন আর শোধরানোর সুযোগ পাওয়া যায়না। অপদস্ত এবং নিগৃহীত হয়ে পৃথিবী ছাড়তে হয় তাদের। তাই #সাধু_সাবধান

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

sotti, din din amra kemon jani hoye jacchi!