টোনা Vs টুনি গল্প Romantic Love Story রোমান্টিক ভালবাসার গল্প

in story •  7 years ago 

hands-1150073_960_720.jpg
source

টোনা Vs টুনি Romantic Love Story

লেখক-: Rj JAHID {জাহিদ হাসান>রিপন}

আপনি এখনে কি করছেন
স্যার ; ও আমাদের বাসার কাজের লোক করিম চাচার
ছেলে , তুমি কি জাহিদ কে চেনো নাকি
জাহিদ; {আল্লাহ্‌ আর বুঝি বাঁচার কোন উপাই নেই আমার
ছাতা চোর এর কি কি শাস্তি হয় কেও কি বলতে পারো}
আরহি : আসলে আব্বু আমি আজ সকালে যখন
জাহিদ; স্যার স্যার আমি বলি---
আরহি : চুপ কোন কথা বলবেন না
{আজ বুঝবে কতো ধানে কতো চাল }
জাহিদ ; করুন চেহেরা নিয়ে আমি আরহি এর
দিকে তাকিয়ে আছি হয়তো একটু পর
আমকে ছাতা চুরির অপরাধে বার করে দিবে
আমি আর ছাতা চুরি করবো না -
এমনি কি বর্ষা আসলে -আরহি উপার ছাতা হয়ে থাকবো --
এই বার এর মতো ক্ষমা করে দিন
মনে মনে বলছি -আর তখন আরহি বললো
আরহি : আরে আব্বু সকালে এই ছেলেটা এক বাচ্ছা কে
রাস্তার উপর থকে নিয়ে ধারে যাই না হলে
গাড়ি আসে মেরে দিতো
{ বালক অবাক হয়েনা আমার কথা শুনে
তোমার মজা আমি আস্তে আস্তে দেখবো }
স্যার; ও এ তো খুব ভালো কাজ --
আর জন্য তুমি এমন করছিলে কেন
জাহিদ ; স্যার আমি ভালো কিছু করলে তা কাওকে বলি না তাই
{নিজের কানে কি শুনলাম আমি এটা-
চোর না বলে আমার আরো ভালো করে দিলো কেন -
খুব ভালো একটা মেয়ে মনে হয় অন্যের ক্ষতি করে না}
আরহি : জাহিদ চলুন আমি আপনাকে আমাদের
অফিস টা একটু দেখিয়ে দেই


বাইরে আমি খুব খুশি তে আছি --
কিন্তু তা আর থাকা হলো না
আরহি : ওই চোর , আমার ছাতা কোথাই-
কি ভাবছিলি আমি আমার আব্বু কে
বলে দিবো সব আর আমার আব্বু
তোকে অফিস থেকে বার করে দিবে
না না তা হবে না -- তুই আমার ছাতা চুরি করেছিস
এর ফল তোকে পেতে হবে -
আমি তিলে তিলে মাতবো তোকে
যা এখন কাজ কর ---দূর হ


--জাহিদ ; চোখে জল চলে আসলো--এই মেয়ে মনে মনে এতো খারাপ
আমি কি ভাবলাম আর কি হয়ে গেলো --
সামনে কি যে অপেক্ষা করছে তা যানি না
-কাজের স্থান এর বসে আছি কিন্তু কাজ করতে মন চাই না
আমি ও কম যাই না সময় আসলে বুঝিয়ে দিবো
চিন্তাই চিন্তাই অফিস ছুটি হলো


বাসার আসার পর মা আসে বলছে অফিস এ
আজ কেমন লাকছে -
ছোট বন বলে , ভাইয়া আজ প্রথম অফিস করলি
মাসের বেতন পেলে আমাকে শাড়ি, চুরি কিনে দিবি
আমি মাথা টা হলকা নাড়িয়ে রুমে চলে আসলাম
মন টা তো ভালো না
খটে শুয়ে আছি -- দরজার বাইয়ে থেকে কে যেন বলে
উঠলো আসতে পারি-
বলেই চলে আসে পাশে বসলো
জাহিদ ; তুই বাড়ি যা -আমার মন ভালো নেই আজ
টুনি--{ টুনি আমার পাশের বাড়ি মেয়ে -মাঝে মাঝে আসে }
টুনি ; আমার সোনা টার মুথ কালো কেন । কি হয়েছে
জাহিদ ; দেখ সোনা সোনা করবি না-
আমার কিন্তু খুব রাগ হয়
আর বাসাই জানলে খুব সমস্যা হবে --যা ভাগ এখন
{ ছোট বেলাই যখন বর বও খেলতাম তখন টুনি আমার
বও হতো --আর এখন ও ওই খেলা মনে রেখে টুনি আমার
বর ভাবে --}
টুনি ; হা চলে যাচ্ছি কিন্তু একটা স্ততে
জাহিদ ; কি , তারাতারি বলে যা
টুনি; আজ বিকালে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে --
নতুন চাকরি করছো -বও কে নিয়ে একটু ঘুরবে না
জাহিদ ; আমি এমনি অনেক চাপে আছি -তার মধ্যে তুই
ঝামেলা করিস না --বাড়ি যা বলছি
টুনি ; তুমি নিয়ে যাবে না
জাহিদ ; না না না না
টুনি ; আর একবার বলছি নিয়ে যাবে না
জাহিদ ; না রে না
টুনি ; ঠিক আছে তাহলে আমি আম্মকে কে সব বলে দিবো
জাহিদ ; কি বলবি তুই
টুনি ; বলবো যে তুমি জোর করে আমাকে কিস করছো
আর তা কান্না করতে করতে বলবো
{নিয়ে যাবি না আবার , তুমি নিয়ে যাবে আরো
তোমার আব্বা ও বলবে চলো টুনি ঘুরে আসি ---
আমার নাম টুনি -ছেলেদের আমি কি আর গুনি }
জাহিদ ; ওই ছেরি আমি কখন কিস করলাম তোরে
টুনি ; জানি তো করো নি , ঘুরতে না নিয়ে গেলে আমি মিথ্যা বলবো সবাই কে
জাহিদ ; খোদা আমারে রক্ষা করো
ঘরে টুনি আর অফিসে আরহি
পুরাই শেস আমি
টুনি ; কি সোনা নিয়ে যাবে না মিথ্যা টা বাইয়ে বলে আসবো
জাহিদ ; দিসিছ তো পুরো ফাসিয়ে, এখন তো যাওয়া লাকবেই
বিকলে চলে এই এখন যা ভাগ ...
কাথা শেস না করতেই পাগলি
একটা চুমা দিয়ে পালিয়ে গেলো --
মাঝে মাঝে আমার টুনির এই দুস্তমি খুব ভালো লাগে
মনে চাই ওরেই বও করি -----


ভাইয়া ভাইয়া টুনি আপু আসছে । আমাকে বলে দিলো
তোমাকে তারাতারি বার হতে -- কোথাই যাবে ভাইয়া
জাহিদ ; ও তোর আর শুনতে হবে না তুই যা
আমি আসছি একটু পর


ওই টুনি চল বলতেই মা বললো --সাবধানে যাবি ।
আর টুনি যা বলে তাই শুনবি
ও জানো বাসাই আসে নালিশ না করে --
মা থামো তো হয়েছে
এ কি তোমার বাড়ির বও নাকি যে ওর কথা শুনবো আমি
বও না ঠিক আছে তবে বও হতে তো আর সময় লাগে না
বলে মা হাসতে হাসতে চলে গেলো তার রুমে
টুনি ; মা কি বলেছে শুনছো তো --
বও হতে কিন্তু বেশি সময় লাগে না -হা হা হা
জাহিদ ; তোর ৩২ টা দাঁত আমি এক ঘুশি মেরে
পেটের ভেতরে পুরে দিবো হাসি থামা বলছি
টুনি; আমার তো ৩১ টা দাঁত --৩২ টা কোথাই পাবে --
১ টা তো ছোট বেলা থেকে নেই
হা হা হা হা হা
জাহিদ ; ওরে আমি পাগল হয়ে যাবো রে
টুনি ; পাবনাই কি তোমার জন্য টিকিট কাটবো হা হা


বুঝতে পেরেছি যতো কথা বলবো এই পাগলি আমার মাথা টা
পুরো নষ্ট করে দিবে --- তাই কথা কম , কাজ বেশি
--
বাড়ির বাইরে আসে একটি রিকশা ডাক দিয়ে উঠলাম
পাশে বসে আছে টুনি --
এতো সময় তো খেয়াল করে নি -
আজ টুনি বও আর সাঁজ দিছে

  • বেগুনি রং এর শাড়ি পরা -
    -কপালে লাল টিপ
    -মুখে হালকা মেখাব { এটা তো সব মেয়ের সভাব }
    -চুল গুলো বাতাসে উড়ছে --
    এক ভাবে আমি তাকিয়ে টুনিকে দেখেই যাচ্ছি
    হেবলার মতো তাকিয়ে থাকতে দেখে টুনি বললো
    টুনি; ওই কম করে দেখো -- যা ভাব দেখছি তা মনে হয়
    মুখ দিয়ে লালা পড়বে এখন
    জাহিদ ; পুরাই ও অপস্তুত হয়ে গেলাম ----
    না না আমি কিছু দেখছি না --
    শুধু ভাবছি আটা ময়দা আর বাড়ি আছে না
    সব এক সাথে মুখে দিয়ে আইছো --হা হা হা
    টুনির দিকে এখন কে তাকাই ---
    যা তাকাবে টুনির রাগের আগুনে জ্বলে যাবে রে
    টুনি ; আমি আটা মাখি আর তুমি কি করো --
    রাতের আধারে ফ্রেন লাবলি মাখো
    -----আমাদের ঝগড়ার কথা শুনে রিকশা চালক ও হা হা হা করে উঠছে
    ২০ মিনিট পর আমরা ঘুরবো বলে লাবলাম...
    সোনা আমার খুব ইচ্ছা তুমি আমার হাত ধরে হাঁটবে --
    প্লিজ আমার হাত ধরে হাটো না
    জাহিদ ; আর কি কি করা লাকবে রে তোর জন্য আমার নে হাত ধর
    { মনে মনে আমি ও ভাবছিলাম-যদি
    আমি টুনির হাত ধরে হাটতে পারতাম -}
    টুনি ; বাদাম খাবো
    জাহিদ ; ঠং দেখলে আর বাঁচি না --চল কিনে দিচ্ছি
    টুনি ; বও রে খাবাবে না তো আর কাকে খাবাবে --
    আর কেও আছে নাকি ---
    জাহিদ ; না রে তোরে নিয়ে তাই পারি না আর কে ----
    বাকি টা বলার আগে আমার
    গলা শুখিয়ে আসলো --
    সামনে দিয়ে বিপদ আসছে রে
    এই বিপদ আর নাম হল আরহি
    টুনি; কি হল জোরে হাটছো কেন তুমি
    -------মনে মেন বলছি বিপদ বিপদ -পালাতে হবে

বিপদ আসে হাজির -
আরহি : তুমি এখনে কি করছো --
আর পাশের এই পেয়ে টা কে
টুনি ; আমি কে তা পরে বলছি --
তুমি কে তাই বলো
আরহি : ওই তোমাকে কেন বলবো -
Who Are You
টুনি ; ইংলিশ দিয়ে ফট ফট করবি না --
তুই কে ভালো ভাবে বল
আর জাহিদ কে কিভাবে চিনিস --
মাথা গরম করাবি না
জাহিদ; এই ২ মেয়ের ঝগড়া উপভোগ করছি -- আর ঠিক তখন
'''
'''----next part এ বলবো
'''চলবে >>>>>?
আপনার একটি Like + Comment + Share
আমাকে পরের part লিখতে সাহায্য করবে
তাই এটি আশা করবো
{মতামত দিয়ে জানাবেন কেমন হলো}

<ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন>
,,

।।।।।।।।।ধন্যবাদ।।।।।।।

Would you like to add some points?

Then Comment And also Follow Me

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!