I love the story of ghosts জঙ্গলের দিকে দিল দৌড়(2)

in story •  7 years ago 

I love the story of ghosts

জঙ্গলের দিকে দিল দৌড়(2)

এই গল্পটি আমি বই থেকে নিয়েছি।

ঘটনা টা আমার আম্মুর কাছ থেকে শোনা । আম্মু তখন অনেক ছোট । আমি আম্মুর হয়ে বলছি - আমাদের বাড়ির বর্ণনা টা একটু দেই, বাড়ির পাশে ছিল একটা ঘন জঙ্গল, তার পাশে ছিল মাঠ, পুকুর ইত্যাদি । জঙ্গলের ভিতরে ছিল একটা শিমুল গাছ । জঙ্গল থেকে দুরে আরও দুটি বড় শিমুল গাছ ছিল ।

images (51).jpegSource

গাছগুলোকে সবাই ভুতুরে গাছ বলেই জানত । এবার ঘটনায় আসি, আমার বয়স তখন ১৩ কি ১৪ হবে । আমরা এবং আমাদের চাচা, কাকারা একসাথে থাকতাম । আমার এক চাচির সারা শরীরে অনেক ব্যাথা ছিল যে জন্য সে একা একা চলাচল করতে পারতনা। সে কোথাও গেলে তার সাথে একজনকে যেতে হত । একদিন রাতের বেলা সে বাথরুমে যেতে চাইলে আমি তার সাথে যাই । গ্রামে সাধারণত বাথরুম থাকে বাড়ি থেকে অনেক দুরে । আমাদের বাথরুম টা ছিল জঙ্গলের দিকে ।

images (52).jpegSource

আমি চাচিকে ধরে ধরে নিয়ে গেলাম বাথরুমের দিকে । সে যখন বাথরুমের কাছাকাছি গেল তখন যেটা হল সেটা আমি এখনও বিশ্বাস করতে পারিনা । সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জঙ্গলের দিকে দিল দৌড় । আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম এটা কিভাবে সম্ভব । যে একা কিছু করতে পারেনা সে কিভাবে আমাকে ধাক্কা মেরে দৌড় দিল ? আমি গিয়ে সবাইকে বিষয়টা বললাম । সবাই জঙ্গলের দিকে খুজতে চলে গেল, সাথে আমিও গেলাম । সে সময় টর্চ লাইট ছিলনা । সবাই মোমবাতি, কুপি সাথে নিয়ে গেল । খুজতে খুজতে সবাই একসময় জঙ্গলের ভিতরের শিমুল গাছটার কাছে গেল ।

images (53).jpegSource

গিয়ে দেখল চাচি গাছটার গোঁড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে । সবাই তাকে কাঁধে করে বাড়ি নিয়ে গেল । জ্ঞান ফিরার পরও সে ঘটনা সম্পর্কে কিছু বলতে পারলনা । পরে একটা কবিরাজ আনা হল । তারপর কবিরাজ যেটা বলল সেটা হল, এই বাড়ীতে একটা ভাল জিন এবং ঐ শিমুল গাছটায় একটা খারাপ জিন বসবাস করে । শিমুল গাছটার জিন সবার অমঙ্গল করতে চায় এবং বাড়ির জিন তার খারাপ কাজে বাধা দেয় । খারাপ জিন আমার চাচিকে মেরে ফেলতে চেয়েছিল । সে জন্য তাকে বাথরুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল । খারাপ জিন টা যদি চাচিকে গাছের উপর তুলতে পারত তাহলে চাচিকে বাঁচানো যেত না। ভাল জিন চাচিকে গাছের উপর তুলতে দেয়নি এবং তাকে মারতে দেয়নি ।

images (54).jpegSource

( Follow Me) https://steemit.com/@ridoy10

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://www.facebook.com/shuvo00070/