এক কৃষক ও এক পাথর - ছোট গল্প

in story •  5 months ago  (edited)

আমার লেখা ছোট গল্প - ০৪

একটি গ্রামে সাইদ মিয়া নামের একজন কৃষক বাস করতেন। তিনি খুব পরিশ্রমী ও সৎ মানুষ ছিলেন। প্রতিদিন তিনি ভোরে ঘুম থেকে উঠে তার জমিতে কাজ করার জন্য বের হতেন। তার জমিতে ধান, গম এবং সবজি চাষ করতেন। যদিও তার জমি ছিল নেক কম ও ছোট, কিন্তু তিনি তার পরিশ্রমের মাধ্যমে প্রচুর ফসল উৎপাদন করতেন।

একদিন সকালে তিনি তার জমিতে কাজ করতে গিয়ে দেখলেন, তার জমির ঠিক মাঝখানে একটি বড় পাথর পড়ে আছে। পাথরটি এত বড় যে তা সরানো সম্ভব হচ্ছিল না। কৃষক চিন্তিত হয়ে পড়লেন, কারণ পাথরটি জমির মাঝখানে থাকার কারণে ফসলের ক্ষতি হতে পারে।

image.png

পাথরটি সরাতে কৃষক তার গ্রামের মানুষদের সাহায্য চাইলেন, কিন্তু সবাই বলল পাথরটি সরানো অনেক কঠিন কাজ হবে। কৃষক তখন নিজেই সিদ্ধান্ত নিলেন যে তিনি কিছু না কিছু একটা উপায় বের করবেন। তিনি কিছু দড়ি এবং লোহার রড নিয়ে সেখানে এলেন। অনেক চেষ্টা করেও তিনি পাথরটি সরাতে পারলেন না। কিন্তু তিনি হাল ছাড়লেন না। কয়েকদিন পর, একদিন তিনি চিন্তা করলেন যে কেন সে পাথরটি সরানোর চেষ্টা করছেন? বরং তার চারপাশে ফসল চাষ শুরু করতে পারেন।

তাই তিনি পাথরটির চারপাশে ভাবনা মত ফসল চাষ শুরু করলেন। আশ্চর্যজনকভাবে, সেই অংশে ফসলগুলো্র ফলন আরও ভালো হলো। গ্রামের লোকেরা তাকে দেখে অবাক হলো। তারা বুঝতে পারল যে, যদি মনোবল ও পরিশ্রম থাকে, তাহলে বাধা কখনো সফলতা রুখে দিতে পারে না।

কৃষক তার পরিশ্রম ও বুদ্ধিমত্তার মাধ্যমে প্রমাণ করে দিলেন যে, প্রতিটি সমস্যার সমাধান করা সম্ভব, যদি সঠিক ভাবে চিন্তা করা যায়। তার ধৈর্য ও পরিশ্রমের কারণে তিনি গ্রামে সবার কাছ থেকে সম্মান পেলেন এবং তার জীবন আরও সুখময় হলো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!