আর ফোন রিসিভ না করতেই তার উপর রাগ হয়েছে সেটাও বুঝতে পেরেছে। কিন্তু দুর্ভাগ্যবশত সে তার রাগ সঠিক জায়গায় প্রকাশ করতে পারেনি। মাহমুদ গলা পরিষ্কার করে কণ্ঠস্বর নিচু করল।
-"দুঃখিত! ক্লান্ত ছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম।"
ওপারে দীর্ঘ নীরবতা। কোন সাড়া নেই। তালি একজন নরম মনের মানুষ। তার রাগ দ্রুত কমে গেল। দুঃখিত নীরবতার শেষটা একটু কোমল হয়,
-"তাহলে তুমি আর ডাকবে না?"
- "ওকে একটা বাক্স দাও!"
টালি তার পুরানো গম্ভীর স্বভাবে ফিরে গেল। ব্যাখ্যা করা,
——"আজ আমি বাবাকে আমাদের বিয়ের কথা বলতে চাই।"
মাহমুদ থামিয়ে দিল।
-"এখন না। আগে অন্য পদ্ধতি ট্রাই করে দেখি। আমাকে টিয়ার ফোন নম্বর দিন। আমি তার সাথে কথা বলে দেখব সে কি বলে। তুমি রাজি না হলে আমরা তোমার বাবাকে বিয়ের কথা বলব।"
-"কিন্তু..
-"না, কিন্তু, টাওয়ার। আশা করি সব শান্ত আছে। ঝড় না হোক।"
---"ঠিক আছে, পরে পাঠাবো।"
——"কাল কি কোন ক্লাস আছে?"
-"হুম।"
মাহমুদ আরজ করলেন।
"আমি সত্যিই আপনাকে দেখতে চাই। ভিডিওটি দেখবেন না!"
মাহমুদ স্পষ্ট শুনতে পেল টালির মায়ের ডাক।