ছাত্রজীবন

in student •  6 years ago 

ছাত্রজীবন আমাদের জন্মের পর থেকেইআমরা নানা ধরনের শিক্ষা গ্রহণ করে থাকি। আমরা কমময় জীবনে প্রবেশের আগে মানুষ যে বিদ্যাজনের জন্য যে সময়টুকু স্কুল কলেজে শিক্ষা লাভ করার জন্য ব্যয় করে তাকে ছাত্রজীবন বলে।ছাত্রজীবনের প্রধান কাজ হলো অধ্যয়ন করা এবং অদ্যয়নের মাধ্যমে জ্ঞানাজন করা। ছাত্রজীবনে রয়েছে নানা ধরনের শৃঙ্খলা,নিয়ম এই গুলো মেনে আমাদের ছাত্রজীবন। আমাদের দেশে ছাত্ররা সবাই একত্রে বিভিন্ন কাজ করে থাকে এই জন্য আমরা নানা নিয়মকানুন মেনে শৃঙ্খলাবদ্ধো ভাবে সব কাজ সম্পন্ন করি।ছাত্রজীবনের লক্ষ্য নিদিষ্ট করতে হবে তা নাহলে সেই নিদিষ্ট জায়গাই পৌছানো সম্ভাব না। ছাত্রজীবনের অন্যতম দায়িত্ব ও কতব্য হলো শিক্ষকগণ এবং মাতাপিতার আদেশ,উপদেশগুলো ভালো ভাবে মান্য করা তাহলে জীবনে একটা সন্দুর জায়গাই যাওয়া যাবে।আর শিক্ষকগণ ও মাতাপিতা তাদের সন্তানদের সবসময় মঙ্গল কামনা করে।কখনো চাইনা তাদের সন্তানরা যেন কোন খারাপ দিকে না ধাবিত না হয়। ছাত্রজীবনে আলস্য পরিত্যাগ করে শ্রমশীল হয়ে উঠতে হবে তাহলে খুব তাড়াতাড়ি তার নিদিষ্ট স্থানে যাওয়া সম্ভব হয়। কোন মানুষ জীবনে লক্ষ্যবিহীন কাজ করে না লক্ষ্যহীন তরী গন্তব্যে যেতে পারে না এই প্রত্যেক ছাত্রর একটা লক্ষ্য থাকা দরকার। আমাদের দেশে ছাত্রদের তেমন কোন সুযোগ সুবিধা পাই না যারা প্রভাব শালী তারা সব জায়গাই নিজেদের প্রভাব বিস্তার করে থাকে। এই জন্য দেখা যায় অনেক অল্প বয়সে ঝোরে পড়ে। আমাদের দেশের অন্যতম সমস্যা হলো বেকার সমস্যা এই কারণে অনেক ছাত্র তাদের লেখাপড়া শেষ করেও তারা কোন কাজে নিয়োজিত করতে পারে না তাদের যোগ্যতা অনুযায়ী তেমন কাজ পাই না। এই অনেক ছাত্ররা হতাশার মধ্যে জীবন যাপন করে।আবার দেখা যায় অনেক ছাত্ররা মাদকাসক্ত হয়ে পড়ে তখন তারা নানা ধরনের নেশা দ্রব্যের দিকে ধাবিত হয়ে থাকে এতে করে আমাদের সমাজের অনেক ছাত্ররা ঝরে পড়ছে। আমাদের দেশের সরকারের উচিত এই সব নেশা দ্রব্যগুলো আমাদের দেশ থেকে দূর করা।তাহলে অনেক ছাত্ররা লেখাপড়াই ভালো ভাবে মনোযোগ দিবে।আর আমাদের দেশের অনেক ছাত্র আছে যারা দরিদ্র পরিবারের এই জন্য তাদের লেখাপড়ার শেষ হয় না। সরকারের উচিত তাদের বিভিন্ন ভাবে সাহায্য করে তাদের লেখাপড়াটা শেষ করা। আমাদের দেশে উপবৃত্তির মাধ্যমে অনেক ছাত্রছত্রীকে সাহায্য করে তাদের লেখাপড়াটা শেষ করতে। আমাদের ছাত্ররা যেন কোন ভাবে সন্ত্রাস চাঁদাবাজ ডাকাত না হয় তারা যেন একটা সুন্দর ভাবে জীবন গড়তে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে।ছাত্রজীবনে শরীর মন যাতে সবসময় ভারো থাকে সেইদিকে আমাদের নজর রাখতে হবে যদি শরীর মন ভালো না থাকে তাহলে তাদের জীবনের লক্ষ্যে পৌছাতে পারে না।তাই ছাত্রজীবনেই ছাত্রদেরকে তাদের জীবনের লক্ষ্য স্থির করতে হবে এবং সে মতে অগ্রসর হতে হবে তাহলে তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতর সম্ভব হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!