দ্যাখ ভাই, যাকে কোনোদিনও জানার চেষ্টাও করে দেখিনি... সে মারা গিয়েছে বলে শুধুমাত্র লোক দেখানো

in sushantsinghrajput •  5 years ago 

দ্যাখ ভাই, যাকে কোনোদিনও জানার চেষ্টাও করে দেখিনি... সে মারা গিয়েছে বলে শুধুমাত্র লোক দেখানো আর ১৫ মিনিটের জনপ্রিয়তা পাবার জন্য, নেকু নেকু মেকী দুঃখভরা পোস্ট করে জানোয়ারগিরি করতে পারব না। আর মৃত্যুর অজুহাত দিয়ে ইউটিউবে তাঁর সাথে জড়িত গান শুনে ফ্রিতে কোটি কোটি টাকা কামাবার সুযোগও করে দিতে পারবনা কতগুলো স্বার্থলোভী কর্পোরেট কম্পানিকে, যেটা কিনা আগে সঙ্গীত পাইরেসির বেআইনি ব্যবসার সাথে যুক্ত ছিল।

আর মানসিকভাবে 'স্ন্যাপ' অনেকেরই হতে পারে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের নিজস্ব বা ডাক্তারি চিকিৎসা দিয়ে তা চেপে রাখে, আমিও রাখি আমার মত করে... ব্যাস, এটুকুই জানাব। আমার নিজের সুরক্ষার জন্যই সেই পিলারগুলো আমি বসিয়ে রেখেছি। তুমি যদি কোনোদিন স্ন্যাপড না হয়ে থাকো, তাহলে তুমি আসলে কোনোদিন জানতেই পারনি, এমন কোনো মানুষ এ পৃথিবীতে হতে পারেনা যে কিনা মানসিকভাবে পারফেক্ট। যেখানে প্রতিদিন মানসিক সমস্যার কারণে মানুষ মরে, সেখানে কেবল একজনের বিষয়টা তুলে দুঃখ করার নাটকটা টি.আর.পি বাড়াবার নোংরামো, অমানবিকতা।
যে একই অমানবিকতা করে এখন ব্যবসা চালাচ্ছে " সোশ্যাল মিডিয়া ইনফ্লুএনসারস " রা এখন জর্জ ফ্লয়েড০এর মৃত্যুর পরের মিছিল গুলোতে গিয়ে কোটি টাকার জামাকাপড় পড়ে ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।

Look Bru, I won't show off fake sadness just to get poularity after getting news of death of whom i've never known in my life, and be inhuman. And i also am not gonna give the chance to those greedy corporate entities who were previously involved with music piracy business by listening to songs related to him on their Youtube channels. Many people can get psychologically / mentally "snapped" anytime, many people uses personal or prescribed treatments to suppress and sometime eliminate those. I also deal with my problems....My ways... that's all i'm gonna say. If you never psychologically/ mentally "snapped" in your life , then you never known yourself. There are no people in this earth who is psychologically perfect. In where everyday so much people die because of their mental condition and problems, putting only one person's story up over everyone else just 'cuz that person used to be someone big in society ...and all this drama are purely inhumane , dirty politics , disgrace.

It's the same way those " social media influencers " doing business over people's pain by wearing million dollar costumes on rallies after the death of George Floyd and posting them to social media sites.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!