ক্রোমের কোনো পাসওয়ার্ড লিক হলেই আসবে সতর্কবার্তা

in tech •  last year 

ক্রোমে নতুন নিরাপত্তা ও পারফরম্যান্স ফিচার যুক্ত করেছে টেক জায়ান্ট গুগল। ওয়েব ব্রাউজারে আপডেট ভার্সনের (এম১২) সেফটি চেক ও মেমোরি সেভারে পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া ট্যাব গ্রুপ সেভের সুবিধাও যুক্ত হচ্ছে। প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

image.png

গুগল ক্রোমের নিরাপত্তা বিভাগের একটি হলো সেফটি চেক ফিচার। পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষিত তথ্য ফাঁস হয়েছে কিনা এবং সেফ ব্রাউজিং চালু করার বিষয় এর মাধ্যমে জানানো হয়। ব্রাউজারের আপডেট ভার্সনে সেফটি চেক ফিচারকে আরও সক্রিয় করা হয়েছে।

ক্রোম গ্রুপের প্রোডাক্ট ম্যানেজার সাবিন বোরসে আপডেটের বিষয়ে এ ঘোষণায় জানান, ক্রোমে সংরক্ষিত কোনো পাসওয়ার্ড যদি ফাঁস বা লিক হয় তাহলে ব্রাউজার থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হবে। এ ছাড়া যেসব এক্সটেনশন ব্যবহার করা হচ্ছে সেগুলো ঝুঁকিপূর্ণ হলে ক্রোমের পুরনো ভার্সন বা কোনো ওয়েবসাইট ব্যবহারের অনুমতির চাইলে তা অবগত করবে।

গুগল জানিয়েছে, নতুন আপডেটের মাধ্যমে যেসব সাইট সবসময় চালু রাখা প্রয়োজন সে বিষয়ে মেমোরি সেভার ফিচারকে কমান্ড দেওয়া যাবে। ব্রাউজার আপডেট করার পর ক্রোমের পারফরম্যান্স অংশে ফিচারটি দেখা যাবে। পাশাপাশি ক্রোমে ট্যাব গ্রুপ করা যাবে।

সম্প্রতি ক্রোমে এই সেফটি ফিচার যুক্ত করেছে টেক জায়ান্টটি। যা অটোমেটিক্যালি রান করবে ব্যগ্রাউন্ডে। ফলে ডেক্সটপে বসে অফিসের কাজ করলে, বা নিজের দরকারে ইন্টারনেটে ব্রাউজিং করলেও ক্রোম এখন পুরোপুরি সুরক্ষিত। পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা তো অনেকদিন আগেই বাদ করা হয়েছে। এবার পাসওয়ার্ড লিক হওয়ার দুশ্চিন্তাও কাটল। এই সেফটি ফিচার আগামী কয়েক সপ্তাহের মধ্যে সমস্ত ব্যবহারকারীর কাছে সফটওয়ার আপডেট পৌঁছে যাবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!