tech blog

in techblog •  7 years ago  (edited)

২০১৮ সালের সেরা ৫টি স্মার্টফোন -

চলতি বছর বেশি কিছু নতুন স্মার্টফোন বাজারে এসেছে। নতুন ফিচার, প্রসেসিং পাওয়ার, ক্যামেরা, ডিসপ্লে ও অডিও কোয়ালিটিতে গ্রাহকদের কাছে সেরা ফোনটি পৌঁছে দিতে টেক জায়ান্টদের মধ্যে লড়াই জমে ওঠার বছর ছিল এটি। ব্যবহারকারীর চেহারা সনাক্ত করার প্রযুক্তি ও বেজেলবিহীন উচ্চ রেজুলেশনের বড় ডিসপ্লে নিয়েই ছিল এবারের লড়াইটা।

প্রতি মাসেই বাজারে আসছে নতুন নতুন মডেলের সব স্মার্টফোন। এর মাঝে রয়েছে ফ্ল্যাগশিপ ডিভাইস, হাই-এন্ড ও লো-এন্ড ডিভাইস। সবকিছু মিলিয়ে স্মার্টফোনের বাজার এখন সরগরম।

জেনে নিন বর্তমান বাজারের সেরা ৫টি স্মার্টফোন এবং এর ফিচারগুলো –

#অপো এফ৭
‘সেলফি এক্সপার্ট অ্যান্ড লিডার অপো’ বাজারে নিয়ে এসেছে অপো প্রিমিয়াম ক্যাটাগরির এফ সিরিজের নতুন এই সংস্করণ এফ৭। সেলফি এক্সপার্ট সিরিজের সর্বশেষ সংস্করণ হিসেবে আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স (এআই) সমৃদ্ধ এই হ্যান্ডসেটটি স্মার্টফোন টেকনোলজিতে নতুন মাত্রা নিয়ে আসতে যাচ্ছে। সেলফি ফটোগ্রাফিকে অনন্য মাত্রা দিতে এআই সমৃদ্ধ অন্যান্য অপারেশনাল ফিচারের সঙ্গে এফ৭ হ্যান্ডসেটটিতে এআই টেকনোলজিকে আরও উন্নত করা হয়েছে। ২৯,৯৯০ টাকা দামে ৪জিবি র‍্যামের ৬৪ জিবি ধারণক্ষমতা সম্পন্ন হ্যান্ডসেটটি সোলার রেড, মুনলাইট সিলভার, ডায়মন্ড-এই তিনটি রঙে সারা দেশে পাওয়া যাচ্ছে।

অ্যানড্রয়েড অরিও ৮ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে রয়েছে ৬দশমিক২৩ ইঞ্চি, ফুল এইচডি (১০৮০×২১৬০ পিক্সেল) ডিসপ্লে । অপো এফ ৭-এর ফোনে রয়েছে আরও ফিচার। মুখ, স্থান ও সেন্সের উপর ভিত্তি করে ছবি তুলতে সক্ষম এই ফোন। এছাড়াও রয়েছে একাধিক ট্যাগ ও এডিটিং টুল। এর অ্যালবামে ‘মোমেন্টস’ বলে একটি ফিচার থাকছে। তার সাহায্যে পুরোনো ছবি খুব সহজে ফের দেখতে পাওয়া যাবে।অপো এফ ৭-এ রয়েছে ৬৪-বিট ৪জিবি মিডিয়াটেক হেলিএ পি৬০ প্রসেসর (১২৮ জিবি ভার্সনের জন্য ৬জিবি)। এর ব্যাটারি ক্ষমতাও অপো-র আগের ফোন গুলির তুলনায় উন্নত।ব্যাটারি ব্যাকআপের জন্য রয়েছে ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ।

#আইফোন টেন
অ্যাপলের ফ্লাগশিপ মডেল আইফোন এক্স বা আইফোন টেন। অ্যাপলের ১০ বছর পূর্তিতে রিলিজ পাওয়া বেজেললেস এ ফোনটিতে কোম্পানির চিরাচরিত টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখেনি।তার বদলে আছে ফেস রিকগনিশন ফিচার। বেজেললেস হলেও উপরের দিকে ক্যামেরা মডিউলের জন্য রয়েছে নচ। অ্যাপলের এ১১ বায়োনিক এসওসি নিয়ে ফোনটি অত্যন্ত দ্রুতগতির। সঙ্গে রয়েছে মূল ডুয়াল ক্যামেরা সেটআপ। দাম ৯৪,০০০ টাকার কাছাকাছি।

আইফোন ১০-এর রয়েছে ৫দশমিক৮ ইঞ্চি সুপার রেটিনা (OLED) ডিসপ্লে (১১২৫×২৪৩৬পি, ৪৫৮পিপিআই)। আইফোন টেন-এ রয়েছে অত্যাধুনিক ফেস আনলক সুবিধা ‘ফেস আইডি’ আছে, যার মাধ্যমে ফোনের দিকে তাকিয়েই এটি আনলক করা যাবে।আইফোন ১০-এর এ ফেস আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের চেয়ে নিরাপদ ও দ্রুত বলে অ্যাপলের দাবি। পেছনের দিকে আছে ১২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, ডুয়েল টোন কোয়াড এলইডি ফ্ল্যাশ।সামনের দিকে রয়েছে ৭ মেগাপিক্সেল ক্যামেরা। আইফোন ১০-এ এসেছে নতুন ৬৪ বিট ৬ কোর অ্যাপল এ১১ বায়োনিক চিপসেট, যার মধ্যে ৪.৩ বিলিয়ন ট্রানজিস্টর আছে। এটা সেকেন্ডে ৬০০ বিলিয়ন কাজ করতে পারে! এতে আছে ৩ জিবি র‌্যাম।আইফোন ১০-এ পাবেন অগমেন্টেড রিয়েলিটি, যা আপনাকে বাস্তবের সঙ্গে চমৎকার সব ভার্চুয়াল বিষয়বস্তু যুক্ত করার সুবিধা দেবে। আরও আছে ওয়্যারলেস চার্জিং। ব্যাটারি টকটাইম ২১ ঘণ্টা পর্যন্ত, মিউজিক প্লে ৬০ ঘণ্টা পর্যন্ত। অপারেটিং সিস্টেম : আইওএস ১১। আইফোন ১০-এর ৬৪ জিবি ভ্যারিয়েশনের দাম হবে ৯৯৯ ডলার এবং ২৫৬জিবি ভ্যারিয়েশনের দাম হবে ১১৪৯ ডলার। এটি স্পেস গ্রে এবং সিলভার কালারে পাওয়া যাবে।

#হুয়াওয়ে পি২০ প্রো
চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে তাদের নতুন পি২০ এবং পি২০ প্রো নিয়ে ইতিমধ্যে হইচই ফেলে দিয়েছে। হুয়াওয়ে পি সিরিজটি ক্যামেরা ফোন হিসেবেই পরিচিত। ব্যতিক্রম নেই পি ২০প্রো-তেও। এতে একটি নয়, দুটি নয়, রয়েছে তিন তিনটি রিয়ার ক্যামেরা। সঙ্গে রয়েছে বেজেললেস নচ ওয়ালা স্টাইলিশ ডিজাইন এবং স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল ৮৪৫ সিস্টেম অন চিপ। এর একটি লাইট ভার্সনও আছে যেটি পি ২০ নামে পরিচিত। হুয়াওয়ে পি২০ প্রো এর দাম ৯২,০০০ টাকার কাছাকাছি।

হুয়াওয়েই পি২০ প্রো ফোনের সবচেয়ে চমকপ্রদ ফিচার হচ্ছে এর ক্যামেরা। ফোনটির পেছনের দিকে রয়েছে তিনটি ক্যামেরা লেন্স, যাতে আপনি পাবেন ৪০ মেগাপিক্সেলে ছবি তোলার সুবিধা।হুয়াওয়ের কিরিন ৯৭০ অক্টাকোর সিপিইউ, মালি জি৭২, এমপি১২, জিপিইউ র‌্যাম : ৬জিবি। স্টোরেজ : ১২৮ জিবি, মাইক্রোএসডি স্লটে ২৫৬ জিবি পর্যন্ত সাপোর্ট।পেছনে তিনটি ক্যামেরা লেন্স (৪০ মেগাপিক্সেল + ২০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল), এলইডি ফ্ল্যাশ। সামনে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা; মূল ক্যামেরার পারফরমেন্স ডিএসএলআরের মতো হবে বলে জানিয়েছে হুয়াওয়ে। ব্যাটারি : ৪০০০ এমএএইচ, এতে ওয়্যারলেস চার্জিং নেই।অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও, ইএমইউআই ৮.১। সিম : ডুয়েল সিম (হাইব্রিড স্লট)/সিঙ্গেল সিম, ফোরজি। লক-আনলক : সামনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক। ৩.৫ মিমি হেডফোন জ্যাক নেই, এফএম রেডিও আছে, ব্লুটুথ ৪.২। ওজন : ১৮০ গ্রাম, পুরুত্ব ৭.৮ মিলিমিটার।

#স্যামসাং গ্যালাক্সি এস ৯প্লাস
এখন পর্যন্ত ২০১৮-এর সেরা ফোন হিসেবে বিবেচনা করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস ৯+ কে। এর স্পেসিফিকেশন ও ফিচার অনেকটা এস ৯-এর মতো।শুধু ব্যতিক্রম হিসেবে এতে রয়েছে একটু বড় ডিসপ্লে, বড় ব্যাটারি আর প্রফেশনাল পোট্রেট ফটোগ্রাফির জন্য ডুয়াল ক্যামেরা সেটআপ। দাম ১০৫,৯০০ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এস৯ প্লাস এ থাকছে স্ন্যাপড্রাগন ৮৪৫ (যুক্তরাষ্ট্রের জন্য)/অন্যত্র এক্সাইনস ৯৮১০ প্রসেসর। ৬.২ ইঞ্চি কিউএইচডি (২৯৬০ x ১৪৪০পি) সুপার অ্যামোলেড স্ক্রিন, ৬জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট অ্যান্ড্রয়েড ৮ ওরিও অপারেটিং সিস্টেম, পেছনের দিকে ২টি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।ভ্যারিয়েবল অ্যাপার্চার, ৯৬০ ফ্রেম/সেকেন্ড সুপার স্লো মোশন ভিডিও। আইপি৬৮ ওয়াটার রেজিস্ট্যান্স, ডলবি অ্যাটমস সাউন্ড, ব্লুটুথ ৫.০, এআর ইমোজি, হেডফোন জ্যাক, পেছনের ক্যামেরার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার (স্ক্রিনের ওপর নয় কিন্তু!) ৩৫০০ এমএএইচ ব্যাটারি, ডুয়াল সিম, ফোরজি রং : পার্পল, ব্ল্যাক, ব্লু, গ্রে।

#ওয়ানপ্লাস ৫টি
চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওয়ানপ্লাস অনেকের কাছে ‘ফ্ল্যাগশিপ কিলার’ নামেও পরিচিত। তাদের নতুন ডিভাইস ওয়ানপ্লাস ৫টি ফোন। চীনা এ প্রতিষ্ঠানটি মধ্যম দামে ফ্ল্যাগশিপ স্যামসাং, এইচটিসি এমনকি আইফোনের সঙ্গে তুলনা করার মতো স্পেসিফিকেশন ও পারফরমেন্সের অ্যান্ড্রয়েড স্মার্টফোন তৈরি করে থাকে।

ওয়ানপ্লাস ৫টি স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট। এর হায়েস্ট ভ্যারিয়েন্টটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম আর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।এটায় ১৮:৯ এসপেক্ট রেশিওর ডিসপ্লে ব্যবহার করায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পেছনের ডুয়েল ক্যামেরা মডিউলের নিচে নিয়ে আসা হয়েছে। কম দামে ফ্ল্যাগশিপ ফোন হওয়ায় এ ফোনটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। দাম ৫৩,০০০ টাকার কাছাকাছি।

ওয়ানপ্লাস ৫টি ৬ ইঞ্চি ১০৮০ x ২১৬০পি অ্যামোলেড স্ক্রিন (৪০১ পিপিআই), ১৮:৯ র‌্যাশিও। করনিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন। অ্যান্ড্রয়েড ৭.১.১ভিত্তিক অক্সিজেন ওএস ৪.৭। স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর।৬জিবি/৮জিবি র‌্যাম; ৬৪জিবি/১২৮জিবি স্টোরেজ মেমোরি কার্ড স্লট নেই। ২০ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ফ্ল্যাশ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্লুটুথ ৫.০, ডুয়াল সিম, ইউএসবি-সি পোর্ট। ৩৩০০ এমএএইচ ব্যাটারি, আধঘণ্টা চার্জ দিলে পুরোদিন চলবে।। image

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

top

5

tech

o

on

tech

blog

mobile