টমেটো একটি শীতকালীন সবজি।শীতকালীন সবজি হলেও বাংলাদেশে সারা বছর টমেটো পাওয়া যায়।টমেটো এমন একটি সবজি যা রান্না করে এবং রান্না ছাড়া উভয় ভাবেই খাওয়া যায়।তবে কাঁচা টমেটোতে পুষ্টিগুণ সবচেয়ে বেশি।
আজ টমেটো এর উপকারীতা সম্পর্কে বলব:
টমেটো ক্যানসার প্রতিরোধক হিসেবে কাজ করে।তাই ক্যানসার থেকে বাচতে টমেটো খাওয়া প্রয়োজন।দেহের হাড় মজবুদ ও রাতকানা রোগ নিরাময়ে টমেটোর প্রয়োজনীয়তা আনেক।যাদের দেহে চর্বি অধীক,তাদের টমেটো খাওয়া উচিৎ। কারণ টমেটো ওজন কমাতে সাহায্য করে।উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে টমেটোর ভূমিকা অনেক।তাই দেহ সুস্থ ও রোগমুক্ত রাখতে নিয়মিত টমেটো খাওয়া উচিৎ।