বাংলাদেশের দর্শনীয় স্হান গুলোর মধ্যে একটি হচ্ছে কক্সবাজার। আজকে কক্সবাজার সম্পর্কে লিখব:
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পর্যটন কেন্দ্রর মধ্যে একটি হচ্ছে কক্সবাজার। এটি চট্রগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত। এটি তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত।কক্সবাজার চট্টগ্রাম শহর থেকে ১৫২ কিঃমিঃ দক্ষিণে অবস্থিত। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র।
এখানে দেখতে পাবেন বাংলাদেশের বৃহওম সামুদ্রিক মৎস বন্দর।এখানে রয়েছে দেশের একমাএ ফিস একুরিয়াম।এছাড়া রয়েছে প্যারাসেলিং,ওয়াটার বাইকিং,শিশুপার্ক,আরো অনেক কিছু।দেশের সর্ববৃহৎ সাফারি পার্ক: দি বঙ্গবন্ধু সাফারি পার্ক এখানে অবস্হিত।তাছাড়া এখান কার আকর্ষণীয় স্হানগুলো হলো: হিমছড়ি,ইনানী সমুদ্র সৈকত,লাবণী পয়েন্ট,যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ।