দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১৯ (বিশেষ এপিসোড)

in tranding •  2 years ago 

০৯. প্রাচীন আরবে কেমিস্ট্রি চর্চার উদ্ভব হয় শুধুমাত্র কৃত্রিম ভাবে একটি ধাতু তৈরীর জন্য । অসংখ্য গবেষণা হয়েছে এটা নিয়ে । বলতে হবে বিদ্যাটার নাম কি এবং ধাতুটার নাম কি ।

১০. বিটকয়েন ব্লকচেইন এর সব চাইতে বড় সীমাবদ্ধতাটি কি ? যেটার একটা সাময়িক সমাধান করা গেলেও এখনো অব্দি তেমন কোনো সুদূরপ্রসারী সমাধান বের করা যায়নি ।

১১. UFO (Unidentified Flying Object) বা উড়ন্ত চাকি পৃথিবীর কোন দেশের আকাশে সব চাইতে বেশি দেখা গিয়েছে বলে রটনা আছে ?

১২. এ পৃথিবীতে কোন শ্রেণীর প্রাণীরাই একমাত্র তাদের দেহের ওজনের ৩০০ গুণ অব্দি বেশি ওজনের ভার বহন করতে সক্ষম ?

১৩. পৃথিবীতে একমাত্র একটি বই আছে যার পাঠোদ্ধার আজ পর্যন্ত সম্ভবপর হয়নি । এই বইটি যথেষ্ঠ বড় এবং পাতায় পাতায় অসংখ্য ছবি সহ প্রচুর লেখা আছে সম্পূর্ণ অজানা ভাষায় যার একটি মাত্র শব্দও আজ অব্দি কেউ পড়তে পারেনি । ধারণা করা হয়ে থাকে এটা এলিয়েনদের বই । বইটির নাম কি ?

১৪. হেনরি রাইডার হ্যাগার্ডের "অ্যালান কোয়াটারমেইন" সিরিজের সর্বাধিক আলোচিত উপন্যাস কোনটি ?

১৫. টিনটিন কমিক্সে কোন গল্পে টিনটিনের সাথে সর্বপ্রথম ক্যাপ্টেন হ্যাডকের পরিচয় হয় ?

১৬. ইন্দোনেশিয়ার বিখ্যাত কোমোডো ড্রাগন যেমন হিংস্র ঠিক তেমনই বিপজ্জনক একটি প্রাণী । তাদের দাঁতে বিষ না থাকলেও এতো বেশি পরিমাণে ব্যাকটেরিয়া থাকে যে কামড়ানোর জায়গা সঙ্গে সঙ্গে বিষিয়ে যায় এবং প্রাণীটি অসাড় হয়ে পড়ে । হরিণ, ছাগল আর মহিষ হলো এদের খাদ্যতালিকাভুক্ত । অতি সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে যে একটা কোমোডো ড্রাগন আস্ত একটা হরিণকে জাস্ট ১০-১২ সেকেন্ডে গিলে ফেলছে । ভয়ানক হিংস্র এই কোমোডো ড্রাগন আসলে কি প্রাণী ?

১৭. প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা সিরিজের একটি অনবদ্য গল্প "ধুলো" । এটি একটি বিজ্ঞানআশ্রিত কল্পকাহিনী । এই গল্পের প্রধান বিষয়বস্তু হলো - ধুলোর গোলা ছুঁড়ে ঘনাদা লরা নামের এক ডাইনীকে পর্যুদস্ত করেছিলেন । এই লরা আসলে কি ছিল ?

১৮. সুন্দরবনের বাঘের সাহস, বীরত্ব ও সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে তাকে "রয়্যাল বেঙ্গল টাইগার" নামে প্রথম অভিহিত করেন কে ?
MG5aEqKFcQi5xsGsUDYUN1LNu9Qi8onYittfhSMCpK247Cb8uro6vQhXDoBf8ehsEotAUTPPBq7Vx7t7KfVLbrSt7Znj2kiwY.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!