travel in bangladesh

in travel •  7 years ago 

চীনা মাটির পাহাড়, যেটা বিরিশিরি নামেই অধিক পরিচিত ।
গতকাল এমনই ছিল তার রুপ, ১% ও এডিট করা হয়নাই এই ছবিটা, মোবাইলের ক্যামেরায় তোলা !

image

কিছু জরুরী আপডেটঃ
ঢাকা থেকে সরাসরি দুর্গাপুর যাওয়া যায়না এখন, জারিয়া নামক স্থানে ব্রীজ ভেঙ্গে গেছে । আপনাকে নেত্রকোনা হয়ে অথবা ময়মংসিহের ধোবাউডা হয়ে যেতে হবে । আমি নেত্রকোনা হয়ে গিয়েছি আর আসার সময় ধোবাউডা হয়ে এসেছি, দুইটা পথ সম্পর্কেই ধারণা নিয়ে আসলাম ।

নেত্রকোনা হয়ে গেলে আপনাকে হাটখোলা বা কমলাকান্দা হয়ে আপনাকে দুর্গাপুর যেতে হবে । সেক্ষেত্রে আপনাকে সিএনজি রিজার্ভ নিতে হবে, ভাড়া পড়বে ৭০০-৮০০ টাকা । ৫ জন বসা যায় ইজিলি ! রাস্তা খুব একটা ভাল না, তাই ভাড়াটা বেশি । সময় লাগবে প্রায় দেড় ঘন্টার মত ।

নেত্রকোনা থেকে শ্যামগঞ্জ এসে জারিয়া হয়ে দুর্গাপুর যাওয়ার রাস্তাটা এই মুহুর্তে বন্ধ ।

ময়মনসিংহের ধোবাউডা হয়ে যাওয়া আমার কাছে অধিকতর সুবিধাজনক মনে হয়েছে, আমি এই পথে ফিরে এসেছি । এভাবে গেলে আপনাকে প্রথমে ময়মনসিংহ শহরে আসতে হবে । ব্রীজের পাড়ে এসে ধোবাউডার বাসে উঠতে হবে, বাসে না গিয়ে সিএনজি রিজার্ভ নিলেই বেটার, কারণ বাসে সময় লেগেছে আড়াই ঘণ্টা; পরে খোঁজ নিয়ে জানলাম সিএনজিতে করে আসলে সময় লাগতো দেড় ঘন্টার মত বা আরও কম । বাস ভাড়া জনপ্রতি ৬০ টাকা আর সিএনজি ১০০ টাকা । ধোবাউডা এসে আপনাকে সিএনজি নিয়ে অথবা বাইক নিয়ে শিবগঞ্জ যেতে হবে । বাইকে দুইজনের ভাড়া পড়বে ৩০০ টাকা আর সিএনজি রিজার্ভ নিলে ৫০০-৬০০ টাকা (৫ জন) !

এই শিবগঞ্জ থেকেই বাইক নিয়ে এসব জায়গা (চীনা মাটির পাহাড়, রানীখং, বিজয়নপুর ক্যাম্প) ঘুরতে হয় !
আপনি যদি দুর্গাপুর হয়ে আসেন তাহলে সোমেশ্বরী নদী পার হয়ে আপনাকে এই শিবগঞ্জেই আসতে হয় ।

তিন থেকে চার ঘন্টার জন্য বাইক নিবেন, ধীরে সুস্থে সব জায়গা ঘুরবেন- প্রতি সিএনজিতে দুইজন করে বসা যায়, প্রতি বাইক ভাড়া নিবে ৪০০ টাকা করে ।

একটা অন্যরকম টিপসঃ
যারা বাইক চালাতে জানেন তারা চাইলে নিজেরাই বাইক নিয়ে ঘুরতে পারেন, ড্রাইভারকে আপনার পেছনে বসাতে পারেন । স্পটসমূহ ঘুরার রাস্তাগুলো বেশ চওড়া,বাইক জার্নিটাও বেশ উপভোগ্য । গাড়ির চাপ একদমই নেই, সো ভয়ের কিছু নাই । আমি বাইক চালাতে জানি না তাই এই উপায়টা আমি অবলম্বন করতে পারিনি !

ঢাকা থেকে ময়মনসিংহ বাস ভাড়া- ২২০ টাকা (সাড়ে তিন থেকে চার ঘণ্টা)
ময়মনসিংহ থেকে নেত্রকোনা বাস ভাড়া- ৫০ টাকা (দের থেকে দুই ঘণ্টা) ।
ঢাকা থেকে সরাসরি দুর্গাপুর বাস ভাড়া- ৩০০ টাকা । এই রুটে আপাতত যাওয়া যাচ্ছে না, দুই মাসের মধ্যে ভাঙ্গা ব্রীজটা ঠিক হয়ে গেলে যেতে পারবেন, এই রুটে যেতে পারিনি তাই কত সময় লাগবে বলতে পারলাম না । তবে নাইট কোচে গেলে অর্থাৎ রাত ১২ টায় মহাখালী থেকে সরাসরি দুর্গাপুরের বাসে উঠলে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টায় দুর্গাপুর পৌছা সম্ভব বলে শুনলাম ।

স্পট গুলো ঘুরার জন্যে দুইজন বাইকওয়ালার ফোন নম্বর দিলাম, ওদের আচার-আচরণ যথেষ্ট ভাল লেগেছে আমাদের। কোন গাইড লাগবে না, ওরাই আপনাকে সব গুলো স্পট ঘুরে ঘুরে দেখাবে !
রুবেল- ০১৮৫৭৯৭২৮৪৩
শহিদুল- ০১৯১১৬৩৫৭৩৮

বিরিশিরি যাওয়ার আগে ট্রাভেল গ্রুপ থেকেই বিভিন্ন তথ্য নিয়ে ওখানে ঘুরতে যাই, ফিরে এসে ট্রাভেলারদের জন্য এসব আপডেট জানানো একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে- তাই আজকের এই পোস্ট ।

ঘুরতে যাওয়ার আগে তথ্য চেয়ে গ্রুপে পোস্ট দিব, ঘুরে এসে রিভিউ দিব- এটাই তো ট্রাভেল গ্রুপের মূল উদ্দেশ্য !

এই পোস্ট দেয়ার আরেকটা উদ্দেশ্য- পুজার ছুটিতে কক্সবাজার-বান্দরবান-সাজেক ভ্যালিতে পর্যটকরা হুমড়ি খেয়ে পড়ে, অথচ এসব দারুণ জায়গায় ট্রাভেলাররা খুব একটা যায়না । সবাই যদি ওইসব জনপ্রিয় স্পট গুলো ঘুরার পাশাপাশি এসব স্পটেও ঘুরতে যায় তাহলে ট্যুরিজমটা বান্দরবান-কক্সবাজার-সাজেকে পর্যটকদের চাপ অনেক কমে যাবে । সরকারী লম্বা ছুটির দিন গুলোতে ওইসব স্পটে যাওয়ার বাসের টিকেট ও হোটেল বুকিং অনেক আগেই দিয়ে দেওয়া লাগে, নয়তো পরে আর পাওয়া যায়না । আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি- আমার এক পরিচিত কাপল সাজেক ঘুরতে যাবে, দুই সপ্তাহ আগে নক করেও এই মাসের ১২-১৩ তারিখ সাজেকের কোন রিসোর্টে তাদের জন্যে রিসোর্ট খালি পাইনি ।
সবাই এক জায়গায় গিয়ে ভিড় না করে দেশের আনাচে নাকাচে ঘুরার অভ্যাস করি- এভাবেই তো এগিয়ে যাবে দেশের ট্যুরিজম । নতুন নতুন স্পট সম্পর্কে আমরা জানতে পারব, ওই স্পটের সর্বশেষ অবস্থা অন্যদের জানাতে পারব । হ্যাপি ট্রাভেলিং !!!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

very nice write...carry on

very nice place

very beautiful image the water looks nice

mindblowing. keep it

Dear friend, you do not appear to be following @artzone. Follow @artzone to get a valuable upvote on your quality post!