চীনা মাটির পাহাড়, যেটা বিরিশিরি নামেই অধিক পরিচিত ।
গতকাল এমনই ছিল তার রুপ, ১% ও এডিট করা হয়নাই এই ছবিটা, মোবাইলের ক্যামেরায় তোলা !
কিছু জরুরী আপডেটঃ
ঢাকা থেকে সরাসরি দুর্গাপুর যাওয়া যায়না এখন, জারিয়া নামক স্থানে ব্রীজ ভেঙ্গে গেছে । আপনাকে নেত্রকোনা হয়ে অথবা ময়মংসিহের ধোবাউডা হয়ে যেতে হবে । আমি নেত্রকোনা হয়ে গিয়েছি আর আসার সময় ধোবাউডা হয়ে এসেছি, দুইটা পথ সম্পর্কেই ধারণা নিয়ে আসলাম ।
নেত্রকোনা হয়ে গেলে আপনাকে হাটখোলা বা কমলাকান্দা হয়ে আপনাকে দুর্গাপুর যেতে হবে । সেক্ষেত্রে আপনাকে সিএনজি রিজার্ভ নিতে হবে, ভাড়া পড়বে ৭০০-৮০০ টাকা । ৫ জন বসা যায় ইজিলি ! রাস্তা খুব একটা ভাল না, তাই ভাড়াটা বেশি । সময় লাগবে প্রায় দেড় ঘন্টার মত ।
নেত্রকোনা থেকে শ্যামগঞ্জ এসে জারিয়া হয়ে দুর্গাপুর যাওয়ার রাস্তাটা এই মুহুর্তে বন্ধ ।
ময়মনসিংহের ধোবাউডা হয়ে যাওয়া আমার কাছে অধিকতর সুবিধাজনক মনে হয়েছে, আমি এই পথে ফিরে এসেছি । এভাবে গেলে আপনাকে প্রথমে ময়মনসিংহ শহরে আসতে হবে । ব্রীজের পাড়ে এসে ধোবাউডার বাসে উঠতে হবে, বাসে না গিয়ে সিএনজি রিজার্ভ নিলেই বেটার, কারণ বাসে সময় লেগেছে আড়াই ঘণ্টা; পরে খোঁজ নিয়ে জানলাম সিএনজিতে করে আসলে সময় লাগতো দেড় ঘন্টার মত বা আরও কম । বাস ভাড়া জনপ্রতি ৬০ টাকা আর সিএনজি ১০০ টাকা । ধোবাউডা এসে আপনাকে সিএনজি নিয়ে অথবা বাইক নিয়ে শিবগঞ্জ যেতে হবে । বাইকে দুইজনের ভাড়া পড়বে ৩০০ টাকা আর সিএনজি রিজার্ভ নিলে ৫০০-৬০০ টাকা (৫ জন) !
এই শিবগঞ্জ থেকেই বাইক নিয়ে এসব জায়গা (চীনা মাটির পাহাড়, রানীখং, বিজয়নপুর ক্যাম্প) ঘুরতে হয় !
আপনি যদি দুর্গাপুর হয়ে আসেন তাহলে সোমেশ্বরী নদী পার হয়ে আপনাকে এই শিবগঞ্জেই আসতে হয় ।
তিন থেকে চার ঘন্টার জন্য বাইক নিবেন, ধীরে সুস্থে সব জায়গা ঘুরবেন- প্রতি সিএনজিতে দুইজন করে বসা যায়, প্রতি বাইক ভাড়া নিবে ৪০০ টাকা করে ।
একটা অন্যরকম টিপসঃ
যারা বাইক চালাতে জানেন তারা চাইলে নিজেরাই বাইক নিয়ে ঘুরতে পারেন, ড্রাইভারকে আপনার পেছনে বসাতে পারেন । স্পটসমূহ ঘুরার রাস্তাগুলো বেশ চওড়া,বাইক জার্নিটাও বেশ উপভোগ্য । গাড়ির চাপ একদমই নেই, সো ভয়ের কিছু নাই । আমি বাইক চালাতে জানি না তাই এই উপায়টা আমি অবলম্বন করতে পারিনি !
ঢাকা থেকে ময়মনসিংহ বাস ভাড়া- ২২০ টাকা (সাড়ে তিন থেকে চার ঘণ্টা)
ময়মনসিংহ থেকে নেত্রকোনা বাস ভাড়া- ৫০ টাকা (দের থেকে দুই ঘণ্টা) ।
ঢাকা থেকে সরাসরি দুর্গাপুর বাস ভাড়া- ৩০০ টাকা । এই রুটে আপাতত যাওয়া যাচ্ছে না, দুই মাসের মধ্যে ভাঙ্গা ব্রীজটা ঠিক হয়ে গেলে যেতে পারবেন, এই রুটে যেতে পারিনি তাই কত সময় লাগবে বলতে পারলাম না । তবে নাইট কোচে গেলে অর্থাৎ রাত ১২ টায় মহাখালী থেকে সরাসরি দুর্গাপুরের বাসে উঠলে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টায় দুর্গাপুর পৌছা সম্ভব বলে শুনলাম ।
স্পট গুলো ঘুরার জন্যে দুইজন বাইকওয়ালার ফোন নম্বর দিলাম, ওদের আচার-আচরণ যথেষ্ট ভাল লেগেছে আমাদের। কোন গাইড লাগবে না, ওরাই আপনাকে সব গুলো স্পট ঘুরে ঘুরে দেখাবে !
রুবেল- ০১৮৫৭৯৭২৮৪৩
শহিদুল- ০১৯১১৬৩৫৭৩৮
বিরিশিরি যাওয়ার আগে ট্রাভেল গ্রুপ থেকেই বিভিন্ন তথ্য নিয়ে ওখানে ঘুরতে যাই, ফিরে এসে ট্রাভেলারদের জন্য এসব আপডেট জানানো একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে- তাই আজকের এই পোস্ট ।
ঘুরতে যাওয়ার আগে তথ্য চেয়ে গ্রুপে পোস্ট দিব, ঘুরে এসে রিভিউ দিব- এটাই তো ট্রাভেল গ্রুপের মূল উদ্দেশ্য !
এই পোস্ট দেয়ার আরেকটা উদ্দেশ্য- পুজার ছুটিতে কক্সবাজার-বান্দরবান-সাজেক ভ্যালিতে পর্যটকরা হুমড়ি খেয়ে পড়ে, অথচ এসব দারুণ জায়গায় ট্রাভেলাররা খুব একটা যায়না । সবাই যদি ওইসব জনপ্রিয় স্পট গুলো ঘুরার পাশাপাশি এসব স্পটেও ঘুরতে যায় তাহলে ট্যুরিজমটা বান্দরবান-কক্সবাজার-সাজেকে পর্যটকদের চাপ অনেক কমে যাবে । সরকারী লম্বা ছুটির দিন গুলোতে ওইসব স্পটে যাওয়ার বাসের টিকেট ও হোটেল বুকিং অনেক আগেই দিয়ে দেওয়া লাগে, নয়তো পরে আর পাওয়া যায়না । আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি- আমার এক পরিচিত কাপল সাজেক ঘুরতে যাবে, দুই সপ্তাহ আগে নক করেও এই মাসের ১২-১৩ তারিখ সাজেকের কোন রিসোর্টে তাদের জন্যে রিসোর্ট খালি পাইনি ।
সবাই এক জায়গায় গিয়ে ভিড় না করে দেশের আনাচে নাকাচে ঘুরার অভ্যাস করি- এভাবেই তো এগিয়ে যাবে দেশের ট্যুরিজম । নতুন নতুন স্পট সম্পর্কে আমরা জানতে পারব, ওই স্পটের সর্বশেষ অবস্থা অন্যদের জানাতে পারব । হ্যাপি ট্রাভেলিং !!!
very nice write...carry on
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
very nice place
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
very beautiful image the water looks nice
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
mindblowing. keep it
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Dear friend, you do not appear to be following @artzone. Follow @artzone to get a valuable upvote on your quality post!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit