Tour in Rangamati, Bangladesh

in travel •  7 years ago 

স্বল্প খরচে ঘুরে আসুন রাঙ্গামাটি।সময় : ২ রাত ১ দিনসদস্য : নিম্নে ৫ জন।কম খরচে কিভাবে যাবেন :# ঢাকা থেকে রাত ১০:৩০ টায় ঢাকা - চট্টগ্রাম মেইল ট্রেনে করে চট্রগ্রাম, ভাড়া ১২০ টাকা। (লোকাল বাসের মত যে আগে গিয়া সিট নিতে পারে)# সকাল ৭ টার ভিতর চট্রগ্রাম। ২০ টাকা খরচ করে নাস্তা সেরে নিন। তারপর চট্রগাম রেল স্টেশন থেকে"অক্সিজেন বাস স্টান্ড" চলে যান। সেই খান থেকে চট্টগ্রাম - রাঙ্গামাটি বাস ছাড়ে, ভাড়া ৯০ টাকা। (বাসের ছাদে উঠলে বেস্ট, ভাল ভিউ পাওয়া যায়)# সকাল ১০:৩০ এর ভিতর রাঙ্গামাটির "রিজার্ভ বাজার" পৌছে যাবেন। বাস থেকে নেমে সময় নষ্ট না করে স্থানীয় দের সহয়তায় লঞ্চ ঘাট চলে যান। পায়ে হেটে ২-৩ মিনিট সময় লাগবে।# লঞ্চ ঘাট থেকে ট্রলার ভাড়া করুন, দামাদামি করুন ১৫০০ টাকা রাজি হয়ে যাবে। বিকাল ৫ টা পযন্ত।# রাঙ্গামাটি র সব দশনীয় স্থান গুলো (ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই হ্রাদ, রাজ বাড়ি, চাং পাং রেস্টুরেন্ট ইত্যাদি) আপনি ট্রলারে বসেই দেখতে পারবেন। ট্রলারের মাঝি কে গাইড হিসেবে ব্যবহার করুন।# দুপুরের খাবার আপনি চাইলে চাং পাং রেস্টুরেন্ট এ খেতে পারেন। পাহাড়ি খাবারের টেস্ট পাবেন যেমন (কলা মোচা ভওা, বেম্বো মাছ, চিকেন ইত্যাদি)যদিও দাম একটু বেশি, কিন্তু ৫-৬ জন খেলে পার পারসন ১১০-১৩০ এর ভিতর হয়ে যাবে । আর না হলে হালকা কলা, রুটি কিনে নিয়ে যেতে পারেন শহর থেকে।# বিকাল ৫ টার আগে সব স্পট গুলো ঘুরে চলে আসুন আবার রাঙ্গামাটি শহরে। চট্টগাম যাওয়ার বাসে উঠে পড়ুন (ভাড়া :৯০ টাকা) পাহাড়ের বুকে সূর্য অস্ত দেখতে চাইলে ছাদে উঠুন।# রাত ৮:৩০ র ভিতর চট্রগাম, ৫০-৬০ টাকা খরচ করে রাতের খাবার সেরে ফেলুন। তারপর আবার রেল স্টেশন চলে আসুন, মেইল ট্রেন রাত ১০:৩০ এ ছাড়ে (ভাড়া ১২০ টাকা) টিকেট কেটে তাড়াতাড়ি উঠে পড়ুন, না হলে সিট পাবেন না। সকাল ৭ টায় ঢাকা ইনশাল্লাহ।এইভাবে ঘুরলে ১০০০ টাকার ভিতর সব সহজেই হয়ে যাবে।বি:দ্র: দয়াকরে কেউ পানির বোতল, পলিথির ইত্যাদি ফেলে পরিবেশ নষ্ট করবেন না। দেশ টা আমাদের, আমরাই যদি নষ্ট করি তাহলে রক্ষা করবে কে।

image

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  7 years ago Reveal Comment

Hello! I find your post valuable for the art community! Thanks for the great post! ARTzone is now following you! ALWAYs follow @artzone and the artzone tag, and support our artists!

WARNING - The message you received from @samsulbahri1991 is a CONFIRMED SCAM!
DO NOT FOLLOW any instruction and DO NOT CLICK on any link in the comment!
For more information, read this post: https://steemit.com/steemit/@arcange/phishing-site-reported-steemautobot-dot-ml
Please consider to upvote this warning if you find my work to protect you and the platform valuable. Your support is welcome!