Jaflong is located in Gowainghat upazila of Sylhet district of Bangladesh, 62 kilometers north-east of Sylhet city, on the foothills of the Khasia-Jainta hill on the border of India's Meghalaya. Khasia Jainta hill on the other side, river on the east. The fountain is going on in the hills, and the pebbles of various colored stones on the roof of the river. If you look from a distance, it will seem like the sky is standing on the sky, and the hill. Meghrajashi is moving around the hills like a soft lift. Where else can this kind of beauty be found, except Jaflong? Japhalam of Sylhet is known as the daughter of nature, known as the one in the country. On the banks of the Piyain River on the level of the stone stack on the level of Jupharlong interesting. Indiain hill tila over the border, continuous flow of water from the Dauki hills, Hanging Dauki Bridge, the Piyain river's transparent Himelpani, high mountain hills, and the silence of the monsoon, the area has impressed the tourists with great pleasure. If you do not come to Sylhet and do not go to Jaflong then you can stay away from the trip. Jaflong is different from the beauty of the winter and rainy season. In the rainy season, the flavor of the jasper flower is reflected in different levels. The dust is clear and the atmosphere is transparent. Breathless breathless breathing in the environment. Meghrajji roams like a cotton gourd on the Khasia hill, and when the rain falls on the road, it is as if there is danger, it should be a different tragedy. As well as several thousand feet of sheds flowing down, the scenes of the fountain added to anybody's eye. Jaffalong also appeared in another form in the winter. The surroundings of the greenery, the forested forest on the hill top. As a result, winter and monsoon can always be a suitable place for sightseeing. Jaflong's chest has flown two rivers. Rinse and piano This river has brought two other things to Jaflong. A small fish of different varieties of trees, fluttering in groups of clear and pneumatic water. The tourists were impressed by the fact that thousands of workers dug up from the bottom of the two rivers and collected stones. This 'siesta' of men and women in river water can be seen from dawn to evening. Juffling bridges on the other side of the border, between the hills of the Dauki River, has increased the beauty of Jaflong. Japhlong is a fairy tale state, in all the mountains, water, drinks, stones, and fountains. Jabalong's beauty adds different dimension to Indigenous lifestyle Khasiaonji will cross the river. Khasiyad's village is called Punji. If you go to these ponies, you can see 3 to 4 feet high Khasiyad's house. Each house is built in the park. Men of Matricultural Khasia community collected trees from the bark and planted leaves. And sitting in the courtyard of the house, the members of the women get folded and folded into the cage to sell them. An interesting view of collecting leaflets and admission of cage is to visit the tourists. Apart from Panabrag, the orange garden can be seen in Khasia Palli. Gardens of gardens have been floated in raw-ripe oranges. On the road of struggle, they will be seen as the first flat tea garden in the country.
জাফলং, বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত যা সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। ওপারে খাসিয়া জৈন্তা পাহাড়, এপারে নদী। পাহাড়ের বুক চিড়ে বয়ে চলছে ঝর্ণা, আর নদীর বুকে স্তরে স্তরে সাজানো নানা রঙের নুড়ি পাথর। দূর থেকে তাকালে মনে হবে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়। পাহাড়ের গায়ে নরম তোলার মতো ভেসে বেড়াচ্ছে মেঘরাশি। প্রকৃতির এই অপরুপ সৌন্দর্য আর কোথায় পাবেন, জাফলং ছাড়া?প্রকৃতি কন্যা হিসাবে সারাদেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ইনডিয়ান পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরামধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রীজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেলপানি,উঁচু পাহাড়ে গহিন অরণ্য ও শুনশান নিরবতার কারণে এলাকাটি পর্যটকদেরদারুণভাবে মোহাবিষ্ট করে। সিলেট ভ্রমনে এসে জাফলং না গেলে ভ্রমনই যেন অপূর্ণ থেকে যায়।জাফলংয়ে (Jaflong) শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রুপ ভিন্ন। বর্ষায় জাফলংএর রুপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে উঠে। ধূলি ধূসরিত পরিবেশ হয়ে উঠে স্বচ্ছ। স্নিগ্ধ পরিবেশে শ্বাস-নি:শ্বাসে থাকে ফুরফুরে ভাব। খাসিয়া পাহাড়ের সবুজাভ চূড়ায় তুলার মত মেঘরাজির বিচরণ এবং যখন-তখন অঝোরধারায় বৃষ্টিপাহাড়ি পথ হয়ে উঠে বিপদ সংকুল-সে যেন এক ভিন্ন শিহরণ। সেই সঙ্গে কয়েক হাজারফুট উপর থেকে নেমে আসা সফেদ ঝর্ণাধারার দৃশ্য যে কারোরই নয়ন জুড়ায়।আবার শীতে অন্য রূপে হাজির হয় জাফলং। চারিদেকে তখন সবুজের সমারোহ, পাহাড় চূড়ায় গহীন অরণ্য। ফলে শীত এবং বর্ষা সব সময়েই বেড়ানোর জন্য উপযুক্ত স্থান হতে পারে জাফলং। জাফলংয়ের বুক চিড়ে বয়ে গেছে দুই নদী। ধলাই ও পিয়াইন। এই নদী দুইটি অন্যন্যতা এনে দিয়েছে জাফলংকে।ধলাই ও পিয়াইনের স্বচ্ছ জলে দল বেঁধে ঘুরে বেড়ায় নানা জাতের ছোট মাছ। দুই নদীর পানির নিচ থেকে ডুব দিয়ে হাজার হাজার শ্রমিকের পাথর উত্তোলনের দৃশ্যও মুগ্ধ করে পর্যটকদের। নদীর পানিতে নারী-পুরুষের এই ‘ডুবোখেলা’ দেখা যায় ভোর থেকে সন্ধ্যা অবধি। সীমান্তের ওপারে ডাউকি নদীর উপরে দুই পাহাড়ের মধ্যখানে ঝুলন্ত সেতু বাড়িয়ে তুলেছে জাফলংয়ের সৌন্দর্য। পাহাড়, পানি, পান, পাথর, ঝর্ণা সবমিলিয়ে জাফলং যেনো এক রূপকথার রাজ্য।
জাফলংয়ের সৌন্দর্য্যে আলাদা মাত্রা যোগ করেছে সেখানকার আদিবাসীদের জীবনধারা। নদী পার হলেই খাসিয়াপুঞ্জি। খাসিয়াদের গ্রামকে বলা হয় পুঞ্জি। এই পুঞ্জিগুলোতে গেলে দেখা যাবে ৩-৪ ফুট উঁচুতে বিশেষভাবে তৈরি খাসিয়াদের ঘর। প্রতিটি বাড়িতে সৃজিত পানবরজ। মাতৃতান্ত্রিক খাসিয়া সম্প্রদায়ের পুরুষরা গাছ বেয়ে বরজ থেকে পান পাতা সংগ্রহ করেন। আর বাড়ির উঠোনে বসে নারী সদস্যরা পান পাতা ভাঁজ করে খাঁচা ভর্তি করেন বিক্রির জন্য। পান পাতা সংগ্রহ ও খাঁচা ভর্তি করার অভিনব দৃশ্য পর্যটকদের নজরকাড়ে। পানবরজ ছাড়াও খাসিয়া পল্লীতে দেখা যাবে কমলা বাগান। কাঁচা-পাকা কমলায় নুয়ে আছে বাগানের গাছ। সংগ্রামপুঞ্জির রাস্তা ধরে আরেকটু এগুলো দেখা যাবে দেশের প্রথম সমতল চা বাগান।
Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://steemit.com/travel/@eliashossain/wonderful-travel-by-jaflong-sylhet-a-natural-beauty
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit