জেরুজালেম ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন নীতির বিরোধিতা করলে দেশগুলোর অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দেওয়ার বিষয়ে ট্রাম্পের দেয়া হুমকি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ।
জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র স্টিফেন ডোকরিক সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হ্যালির হুমকি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। খবর আনাদোলু এজেন্সির।
জাতিসংঘের মুখপাত্র সাংবাদিকদের বলেন, এ বিষয়ে মিডিয়ার খবর দেখেছি, আমরা জাতিসংঘের অধীন কোনো রাষ্ট্রের কার্যকলাপ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, তবে ওয়াশিংটনের কোন হুমকি আমলে নিচ্ছে না কোনো সদস্যরাষ্ট্র। প্রত্যেক রাষ্ট্রই নিরাপত্তা পরিষদের জেরুজালেম ইস্যুতে একমত।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হ্যালি জানিয়েছিলেন, সাধারণ পরিষদের জরুরি বৈঠককে প্রেসিডেন্ট ট্রাম্প নিজস্ব বিষয় হিসেবে দেখছেন। যেসব দেশ ওয়াশিংটনের বিরুদ্ধে ভোট দিবে তাদের নাম ট্রাম্পের কাছে পৌছানো হবে।
এর আগে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতিদানের বিরোধিতা করে গত সোমবার মিসরের পক্ষ থেকে একটি প্রস্তাবনা উত্থাপন করা হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের মধ্যে ১৪টি দেশ সেটির পক্ষে ভোট দেয়। একমাত্র যুক্তরাষ্ট্রই বিপক্ষে ভোট দেয়।
এই খসড়া প্রস্তাবনায় যুক্তরাষ্ট্রকে সরাসরি ইঙ্গিত না করলেও বলা হচ্ছে এটি পাস হলে জেরুজালেমের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত বাতিল হয়ে যেতে পারে।
জেরুজালেম নগরীর অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি মুসলমান ও ইসরায়েলের ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থাপনের ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর থেকেই পুরো ফিলিস্তিনি জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির পশ্চিম তীর, গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে একাধিক ফিলিস্তিনি নিহত ও কয়েক শতাধিক আহত হন।