Usewfulness of cabbage বাঁধাকপির উপকারিতা

in usefulness •  3 years ago 

নানা পুষ্টিগুণে ভরপুর বাঁধাকপি চাষ হয়ে আসছে চার হাজার বছর ধরে। চীন, মধ্য ও পশ্চিম ইউরোপ আর মেসোপটেমিয়ায় বাঁধাকপি আবাদের ইতিহাস মেলে।
এক কাপ আধা সেদ্ধ বাঁধাকপিতে পাওয়া যায় আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় ভিটামিন সির তিন ভাগের এক ভাগ। ফাইবার তো আছেই; সেই সঙ্গে আছে ফোলেট, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ, কেসহ আরও অনেক উপাদান।বাঁধাকপি খুব মিহি করে কেটে ১০ মিনিট রেখে সালাদে ব্যবহার করলে এর সর্বোচ্চ পুষ্টিগুণ পাওয়া যায়।

Screenshot_20211130-185159_Google.jpg

বাঁধাকপিতে রয়েছে ভুরপুর অ্যান্টি–অক্সিডেন্ট। এর ফাইটোনিউট্রিয়েন্টস কোষকে সজীব রাখে, কোষের প্রদাহ দূর করে, ফোলা কমায়; যা ক্যানসার, হার্টের অসুখ, ডায়বেটিস ও আলঝেইমার প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে বলে মনে করা হয়।আমাদের দেশে প্রচুর পরিমাণে বাঁধাকপি হয়। তাই পুষ্টির জন্য আমরা বেশি বেশি করে খেতে পারি এই সবজি। শীতকালজুড়ে রাখতে পারি সালাদে। আর এই বাঁধাকপি দিয়ে রান্না করা নানা ধরনের পদও ।
আমরা বাঙালীরা ভাতের সাথেই বেশির ভাগ সময় খাই। গতানুগতিক নিয়মে রান্না করতে হলে ও ,রান্নার স্বাদ টা ভিন্ন হলে খুব ভালো লাগে।

https://indormativeknowledge.blogspot.com/2021/11/blog-post.html

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hey @marzianoor98 if you put posts like this u won't get any upvotes.this is my discord id - summisimeon#7097 and contact me i have seen your videos will help you.you will definetly get good upvotes and rewards.