কত্ত সহজে আজকাল 'ভালোবাসি' বলে ফেলা যায়!
একটা স্মার্টফোন,
একটু নেট কানেকশন,
কি বোর্ডে আংগুলের আলতো ছোয়া,
সেন্ড বাটনে দ্বিধান্বিত ক্লিক,
ব্যাস, হয়ে গেল ভালোবাসার নিমন্ত্রণ!
.
নারীর ইনবক্সে পুরুষের মিছিল।
পুরুষের ইনবক্সে নারীর হাতছানি।
ভালোবাসার আবেদনে ভরে যায় ইনবক্স।
অস্থির এই পাখিরা একই শাখে থাকেনা বেশিক্ষণ,
ক্ষনিকের কিচির মিচির তুলে উড়ে বসে নতুন শাখায়।
ভালোবাসার চিরকুট পুরনো হয়, হারায় নতুনের ভিড়ে।
.
যত দ্রুত জমে প্রেম, গলে বুঝি তারচে দ্রুত!
ব্লক লিস্টে বাড়তে থাকে নাম!
লাভ ইমোয় ভেসে চলে নতুন প্রেম!
.
এই ভালোবাসা, ভালোবাসা নয়।
হরমোন তাড়িত আবেগে ক্ষনিকের উচ্ছ্বাস।
Thanks for using the wafrica tag! @wafrica can give just one upvote per day!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit