আমি যদি হতাম বনহংস,
বনহংসী হতে যদি তুমি;
কোনাে এক দিগন্তের জলসিড়ি নদীর ধারে
ধানক্ষেতের কাছে
ছিপছিপে শরের ভিতর
এক নিরালা নীড়ে;
~ জীবনানন্দ দাশ 🌻
আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন হয়ে গেছে গ্রুপে ঢোকা হয়না। ছাদ বাগানের কিছু ফুল দেখে মনটা ভালো লাগছে,তাই সবার সাথে ভালো লাগা টুকু শেয়ার করতে ইচ্ছে হল।
ا يُكَلِّفُ اللَّـهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
অর্থ: আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। (সূরা বাকারা, আয়াত: ২৮৬)
আল্লাহ মানুষকে যে পরিস্থিতিতেই রাখুন না কেন, মানুষ তার মোকাবেলার ক্ষমতা রাখে। মানুষ যদি ধৈর্য ধরে সামনে অগ্রসর হয়, তবে কোনো কিছুই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনা।🤲🌼🥀