In this world no-one top each other | You're not your own!

in writing •  7 years ago 

মাঝেমাঝে নিজেই নিজের কাছে বিরক্ত হয়ে যাও না? তুমি বিরক্ত না হলেও আমি আমার কাছে বিরক্তিকর হয়ে যাই! আমার হাঁটতে ভালো লাগে না, কথা বলতে ইচ্ছে করে না, কেউ খোঁচা মেরে কথা বললে তাকে আর কিছু বলতে ইচ্ছে করে না ।কেউ কিছু ভাবলেও তাতে কিছু যায় আসে না!

আমরা সবাই কে বলতে চাই আমি ভালো নেই! কেনো নেই সেটা সবাই কে বলা যায় না! সবাই বুঝতেও চায় না, সবাই কে বুঝতে দিতেও হয় না!

লাইফ সবসময় মোটিভেশনের উপর চলে না, সব বুঝার পরেও দেখবা মানতে ইচ্ছে করেনা কিছুই, একদম কিছুই না! তোমার খারাপ লাগা দিয়ে কারো কিছু এসে যাবে না । কেউ বড়জোর একটু সহানুভূতি দেখাতে পারে । যাকে ভালোবাসবা সেও তোমাকে বুঝবে না । একটু রাগ একটু অভিমান করতে করতেই দেখবা সে ভ্যানিশ!

কারো কারো লাইফ এভাবে হয়, "জন্ম-একা-মৃত্যু!" কেউ কেউ পাশে থাকার মতো, বুঝার মতো কাউকেই পায় না হয়তো! কেউ কেউ বুঝাবে "লাইফ তো সবে শুরু, কতো কি দেখবা । খারাপ সময় যাবে আসবে তবুও ভেঙে পড়োনা!" এসব হ্যান ত্যান কথা শুনলেও আজকাল আর ভালো টালো লাগে না । যার কষ্ট সেটা কেবল সে ই বুঝে । হাসি খুশি থাকতে হয় বলে থাকি । নয়তো কার দরকার এতো অভিনয় করার?

এই পৃথিবীতে কেউ কারো না! তুমি তোমার নিজের ও না! সবসময় ঠিক থাকা যায় না! বলা যায় না "খুব খারাপ আছি জানেন? থাকতে ইচ্ছে করেনা আর! অভিমান খারাপ জিনিস জানেন? " :)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হুম। সব জানি। না জেনে তো উপায় নেই বলুন।

জানি আমি খারাপ আছি। এটা নিজের মাঝেই রাখা ভাল। কাউকে বোঝাতে পারবো না কতটা।

Don't be upset. Past is past. Focus on your future...

This post has received gratitude of 2.26 % from @appreciator thanks to: @nirob.