How to be a successful youtuber???

in youtube •  7 years ago 

কিভাবে আপনি একজন সফল YouTuber হবেন (নতুনদের জন্য _প্রাথমিক লেভেল থেকে অ্যাডভানস)

আসসালামু আলাইকমুু। আশা করি সবাই ভাল আছেন। ইউটিউবে নতুন Algorithm আপডেটের কারণে যারা ইউটিউবে থেকে মুখ ফিরিয়ে নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি। নতুন আপডেটের কারনে এখন ভাল কাজ করার এবং প্রফেশনাল কাজ করার একটা ভাল প্লাটফরম আরো জুড়ালো ভাবে চালু হল। এখন ভাল কন্টেন্ট নিয়ে কাজ করলে এখন আগের থেকে আরো ভাল আর্ন হবে। আর নতুন ইউটিউবারদের জন্য নিচের লেখাটা খুবই উপকারে আসবে।

                                                       পার্ট - ০১
  1. একটি Google Account তৈরি করুনঃ

Youtube এ video আপ্লোড করার জন্য আপনাকে একটি Google Account তৈরি করতে হবে। আপনি বিনামূল্যে Google এ একটি Account তৈরি করতে পারবেন। আপনার যদি ইতিমধ্যে একটি gmail বা Google ড্রাইভ ব্যবহার করেন তবে আপনার যথারীতি Google এ একটি Account আছে।

  1. একটি Channel তৈরি করুনঃ

আপনার Youtube এর তৈরি Account টি "Channel ' নামে সংজ্ঞায়িত। এই Channel টি আপনার আপ্লোড করা সব content এর জন্য 'Hub" এবং আপনি যখন Youtube এ login করবেন তখন আপনার মন্তব্যগুলো ডিফল্ট হিসাবে আপনার Channel এর নাম ঠিক Google Account এর মত হবে। আপনি যদি Youtube এ অন্য একটি নতুন নাম ব্যবহার করতে চান তবে আপনাকে নতুন একটি Channel তৈরি করতে হবে।

আপনার Account এ একাধিক channel থাকতে পারে।

প্রতিটি Channel একটি সংশ্লিষ্ট Google + পৃষ্ঠা পাবে।

নতুন একটি Channel তৈরি করতে উপরের ডানদিকের কোনায় আপনার Account এর নামটিতে Click করুন এবং এর পর "All My Channel ' লিংকটিতে ক্লিক করুন। এইবার আপনার সংযুক্ত Channel গুলো দেখায় এমন একটি page ওপেন হবে। একটি নতুন Channel তৈরি করতে 'Create a New Channel " এ ক্লিক করুন। আপনার নতুন Channel এর জন্য একটি নাম লিখতে এবং একটি Category select করতে বলা হবে আপনাকে।

আপনার content সম্পর্কিত একটি Channel এর নাম নির্বাচন করুন। এটি আপনার Channel কে আরো গ্রহণ্যোগ্য এবং আরো বেশি অনুমোদিত করতে সাহায্য করবে।

  1. আপনার Video Recording এর equipment সংগ্রহ করুনঃ
    আপনি যা তৈরি করার পরিকল্পনা করেছেন তার উপর নির্ভর করছে আপনার কি কি প্রয়োজন হবে। আপনি যদি চান, যে Video তৈরি করতে চাচ্ছেন তা TV এর মত অনুভূতি পাক তবে তার জন্য আপনাকে Decent Camcorders এবং কিছু Editing সফটওয়্যার সংগ্রহ করতে হবে। আপনি কি নিজেকে Filming এর জন্য প্রস্তুত করছেন? এইটা আপনি শুধু ওয়েব ক্যাম এর সাহায্যে পেতে পারেন। আপনি যদি "Animation ' আপ্লোড করতে চান তবে আপনার শুধু Animation tools প্রয়োজন হবে। আপনার এর জন্য কোনো ক্যামেরা প্রয়োজন হবে না।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations @mdmehdeehasan! You received a personal award!

Happy Birthday! - You are on the Steem blockchain for 1 year!

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking

Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!