আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু আমার মনটা আজকে ভীষণ খারাপ বাংলাদেশের উপকূলীয় মানুষেদের জন্য।😞
ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলো সব তছনছ করে দিয়েছে। বিধ্বস্ত এলাকায় পরিণত হয়েছে বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলো।বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রায় ৩৭/৪০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩০/৩২ হাজার মানুষের ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে লাখের উপরে ঘরবাড়ি।ঘূর্ণিঝড়ের রেমালের তাণ্ডবে বাংলাদেশ এখন পর্যন্ত মারা গেছে ১২ জন মানুষ।ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে গিয়েছে।অনেক গবাদি পশু মারা গেছে।ফসলি জমি পানিতে তলিয়ে গিয়েছে এতে অনেক ফসল নষ্ট হয়েছে।লাখ লাখ মানুষের জন্য বিশুদ্ধ খাবার এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে যাওয়ার কারণে লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ধুঁকছে। বাংলাদেশের অধিকাংশ এলাকা এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে,এতে করে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মহাসড়কে গাছপালা ভেঙে পড়েছে এতে করে যোগাযোগ ব্যবস্থায় অনেক বাধা পড়েছে।
এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রেমালে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানেও কয়েকজন মানুষ মারা গিয়েছে।আল্লাহতালার কাছে দোয়া করি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমিন।