![IMG20231124205336.jpg](https://cdn.steemitimages.com/DQmZ8srLWrPRvK9Lr34BpX1vZ4bFChJyze
NQWdLPjTwPtZV/IMG20231124205336.jpg)
একটা বয়সে প্রচন্ড অভিমান হলে আমার মনে হতো, মানুষ গুলোর কাছ থেকে যদি দূরে সরে আসা যায়, তবে মানুষগুলো টের পাবে; তার জীবনে আমার গুরুত্ব কতটুকু ছিল।
দূরত্ব না বাড়ালে যে গুরুত্বটা মানুষদের বুঝানো যায়না, এই ভ্রান্ত ধারনা আমার ভেতর খুব শক্ত ভাবে গেঁথে গিয়েছিলো অনেক সময়ের জন্য।
আমি বয়সের সাথে সাথে আমার চোখের সামনে নিজের বোধ গুলোকে বদলে যেতে দেখেছি। একসময় জীবনের যে কঠিন সত্য আমাকে তীব্র ভাবে ব্যাথিত করতো, অনেক সময় পর সেসব কঠিন সত্যকে আর সত্য মনে হয়নি। বরং মনে হয়েছে এর ভেতর এক ধরনের স্বাভাবিকতা আছে। এক ধরনের চলকের মতন পরিবর্তনশীল বৈশিষ্ট্য আছে।
নানান সময়ে নিজের অভাববোধটা মানুষকে বুঝানোর জন্য নিখোঁজ হয়ে দেখেছি, যে জিনিস চোখের সামনে থাকেনা, মানুষ একসময় আর সে জিনিসের অভাববোধ করেনা। যে জিনিসের কোন অস্তিত্ব নেই, যোগান নেই, সেই জিনিসের প্রতি মানুষের চাহিদা জন্মায় না। বরং পূর্ব অভিজ্ঞতা ও অতীত ভাল লাগার স্মৃতি মনে করে মানুষ মাঝে মাঝে হয়তো বলে উঠে, মানুষটা ভালই ছিল। এটা আগ্রহ নয়, এটা একটা সাধারন অনুভূতি মাত্র।
তীব্র প্রেমের সময়ে যদি সবচেয়ে কাছের মানুষ নিখোঁজ হয়, তখন হা-হুতাশ লাগে। হাত বাড়ালেই আর মানুষটাকে নাগালের ভেতর পাওয়া যায়না। ইচ্ছে হলেই ছুঁয়ে দেখা যায়না। ভীষন নিঃসঙ্গতায় বলা যায়না- "আমার খুব একা লাগছে, আমাকে একটু সঙ্গ দাও।" এটুকু, এটুকুই সবচেয়ে কাছের মানুষ নিখোঁজ হওয়ার গল্প।
তারপর একসময় আর হাত বাড়িয়ে মানুষটাকে পাওয়ার আগ্রহ থাকেনা। ছুঁয়ে দেখার কৌতুহল থাকেনা। মানুষটার সঙ্গ প্রয়োজন হয়না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিলুপ্তির মতন করে মানুষেরও বিলুপ্তি ঘটে। খুব কাছের মানুষও তার উপযোগ হারিয়ে ফেলে। মানুষও তো পণ্যের মতনই। বাজারে থাকলে, প্রয়োজন আছে। অনেক সময় পর বাজারে এর অনুপস্থিতি এর প্রয়োজনীয়তাও নষ্ট করে দেয়।
একটি পণ্যের পতন যেমন অন্য একটি অলটারনেটিভ দিয়ে পূরণ করতে হয়; মানুষের অস্তিত্বের বিনাশেও মানুষ অলটারনেটিভ দিয়ে পূরণ করে ফেলে।
পৃথিবীতে কারো জন্যই কিছু থামেনা। কারো জন্যই কিছু আটকায় না। কারো অনুপস্থিতিই কারো জীবন এবং যাপনকে পুরোপুরি অচল করে দিতে পারেনা। সাময়িক সমস্যা হয় হয়তো, থেমে যায়না।
এই নিষ্ঠুর পৃথিবীতে মানুষ তোমার নিখোঁজ হওয়া নিয়ে দু চারদিন অবসরে ভাববে। কাঁদবে। কেউই তোমার অভিমানের ভাষাটা বুঝবেনা। কেউই তোমার অনুপস্থিতে অচল হবেনা।
প্রয়োজন এমন এক জিনিস, মানুষ কোন না কোন ভাবে এটা পূরণ করবেই। কারো না থাকাতে; কোন শূণ্যস্থানই আজীবন শূণ্য থাকেনা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Warning,
This user was downvoted or is blacklisted likely due to farming, phishing, spamming, ID theft, plagiarism, or any other cybercrime operations. Please do your due diligence before interacting with it.
If anyone believes that this is a false flag or a mistake, consider reaching the watchers on Discord.
Thank you,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
I understand my mistake and I will not make this mistake again
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit