Talking about some problems with expatriate brothers and sisters
Assalamu Alaikum,
How is everyone? Hope everybody is doing very well and healthy. I'm fine too. Today I am sharing with you some things about expatriate brothers and sisters. Let's get back to the basics, friends.
We think those who are in exile are much better off. In fact, this idea is our own misconception.
But those who are in exile are not doing well because they are leaving their parents, wife and children and working abroad for their happiness.
Brothers and sisters who are in exile wake up in the morning, go to work, and return home in the evening to cook and clean their clothes. But they have to do all the work themselves from cooking. In the midst of hundreds of hardships, they still cannot talk about their hardships to please their parents, wives and children.
Expatriate brothers and sisters send money home without buying anything for themselves when Eid comes, to make parents and wives happy, to see smiles on their faces. But they don't buy anything. When parents or wives and children ask, they say I am buying everything but they don't understand that they are saying these things to make them happy. But how many understand it. Their parents think that my son and daughter who I sent abroad to eat with their money. But they think that if our sons and daughters are away from us, they will suffer, because no son or daughter can ever be better away from their family.
I will tell the wives of the expatriate brothers that they should never misunderstand their husbands. Because to make you happy but your husband sends you money every month and when he comes home from abroad they think what my wife will be happy about, what she will be happy to get. That is why their wives do not lack anything. Just to see a little smile on his face. So they do not neglect their parents to make them happy. Many parents do not understand this. I think my son is moving away from me and doing everything according to his wife's words. This is a completely wrong idea.
In fact, all children want to see smiles on the faces of their parents and wives and children.
And I say about the expatriate sisters that all the sisters are also in exile but they have gone abroad to keep their husbands and children happy because no girl wants to leave her husband and child to go abroad. It is often seen that many of the sisters who are in exile do not have a husband and many have. Those who have a husband often go abroad and when they have a lot of money, they forget about their husband and marry another person. But it should not be done at all. I will tell the expatriate sisters that those of you who have left your husband and children have gone abroad to fulfill the purpose and return to your husband and children in good health. Then Allah Tayala will be happy.
There are many wives whose husbands send money from abroad with difficulty, fill it with jewelery but they take it and leave in the hands of others. But it should not be done at all. I will tell all these wives that if you don't like your husband, tell him openly. If you can't leave him, ask him to come home. Don't run away with his hard earned money and jewelry because no one can ever be happy by hurting someone or hurting someone.
The person you are cheating with today is also going to be with others but one day you may be cheated in this way. It must be understood by all.
Finally, I would like to say to everyone that if anyone has suffered in my words or if anyone feels bad, then you must forgive me.
I wish you all good health. Thank you all very much.
God bless you.
প্রবাসী ভাই -বোনদের নিয়ে কিছু কষ্টের কথা
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে প্রবাসী ভাই বোনদের নিয়ে কিছু কথা শেয়ার করছি। চলুন বন্ধুরা মূল কথায় ফিরে যাওয়া যাক।
আমরা মনে করি যারা প্রবাসে থাকে তারা অনেক ভালো থাকে। আসলে এই ধারণাটা কিন্তু আমাদের নিজেদের একদম ভুল ধারণা।
যারা প্রবাসে থাকে তারা কিন্তু একদমই ভালো থাকেনা কারণ তারা তাদের বাবা-মা ,স্ত্রী-সন্তান সবাইকে ছেড়ে প্রবাসে গিয়ে কাজ করছেন তাদের সুখের জন্য।
যে সমস্ত ভাই এবং বোনেরা প্রবাসে থাকেন তারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে পড়েন এবং সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে রান্না করেন নিজের কাপড়চোপড় পরিষ্কার করেন । তাদের কিন্তু রান্নাবান্না থেকে সমস্ত কাজ তাদের নিজেদেরই করতে হয়। শত কষ্টের মাঝেও তবুও তারা নিজেদের বাবা-মা স্ত্রী-সন্তানদের খুশি করার জন্য মুখ ফুটে কষ্টের কথাটা বলতে পারেনা।
প্রবাসী ভাই এবং বোনেরা ঈদ পার্বণ এলে নিজেদের জন্য কিছু না কিনে বাড়িতে টাকা পাঠায় বাবা-মা এবং স্ত্রী সন্তানদের খুশি করার জন্য ,তাদের মুখে হাসি দেখার জন্য। তারা কিন্তু কিছুই কেনে না বাবা-মা কিংবা স্ত্রী সন্তানরা জিজ্ঞাসা করলে বলে আমি সব কিছু কিনছি অথচ তারা এটা বুঝতে পারে না যে তাদের খুশি করার জন্য এগুলো বলছে। কিন্তু কয়জন এটা বোঝে। তাদের বাবা মা মনে করেন যে আমার ছেলে এবং মেয়ে কে আমি প্রবাসে পাঠিয়েছি তাদের টাকায় বসে খাব বলে। কিন্তু তারা এটা ভাবেনা যে আমাদের থেকে আমাদের ছেলে এবং মেয়েরা বাইরে থাকলে তাদের কষ্ট হতে পারে, কারণ কোন ছেলে এবং মেয়েরা তাদের পরিবার থেকে দূরে থেকে কখনোই ভালো থাকতে পারে না।
প্রবাসী ভাইদের স্ত্রীদের কে বলবো তারা যেন তাদের স্বামীকে ভুল না বোঝে কখনো। কারণ আপনার খুশি করার জন্যই কিন্তু আপনার স্বামী প্রত্যেক মাসে আপনাকে টাকা পাঠায় এবং বিদেশ থেকে যখন বাড়িতে আসে তখন তারা এটা ভাবে যে আমার স্ত্রী কিসে খুশি হবে, কি পেলে খুশি হবে । এজন্য কোন জিনিসের কিন্তু অভাব রাখে না তাদের স্ত্রীদের। শুধুমাত্র মুখে একটু হাসি দেখার জন্য। তাই বলে তারা কিন্তু তাদের খুশি করার জন্য বাবা-মাদের অবহেলা করে না। অনেক বাবা-মা কিন্তু এটা বোঝে না। মনে করে আমার ছেলে আমার থেকে দূরে সরে যাচ্ছে এবং বউয়ের কথায় সবকিছু করছে। এটা তাদের একদমই ভুল ধারণা।
আসলে সব সন্তানই তাদের বাবা মায়ের মুখে হাসি দেখতে চাই এবং স্ত্রী-সন্তানের মুখেও হাসি দেখতে চাই।
আর প্রবাসী বোনেদের সম্পর্কে বলি যে সব বোনেরা প্রবাসে থাকেন তারাও কিন্তু তাদের স্বামী-সন্তানদের খুশি রাখতে প্রবাসে গেছেন কারণ কোন মেয়ে চায়না তার স্বামী সন্তানকে ফেলে প্রবাসে যেতে। আবার অনেক সময় দেখা যায় প্রবাসে যেসব বোনেরা থাকেন তাদের অনেকেরই স্বামী নেই আবার অনেকেরই আছে। যাদের স্বামী আছে তারা প্রবাসে গিয়ে অনেক সময় অনেক টাকা পয়সা হলে স্বামী কে ভুলে যান এবং অন্য আরেকজনকে জীবনসঙ্গী করেন। এটা কিন্তু করা একদম উচিত নয়। প্রবাসী বোনদের বলবো আপনারা যারা স্বামী সন্তান ফেলে প্রবাসে গেছেন যে উদ্দেশ্যে গেছেন সেই উদ্দেশ্য পূরণ করুন এবং স্বামী-সন্তানদের সুস্থভাবে ফিরে আসুন। তাহলে আল্লাহ তায়ালা খুশি হবে।
অনেকে স্ত্রীরা আছে স্বামী বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়, গহনায় ভরিয়ে দেয় কিন্তু তারা সেগুলো নিয়ে অন্যের হাত ধরে চলে যায়। এটা কিন্তু করা একদমই উচিত না। এই সমস্ত স্ত্রীদের বলবো আপনার যদি আপনার স্বামীকে পছন্দ না হয় তাহলে তাকে খোলাখুলি বলেন। তাকে ছেড়ে যদি থাকতে না পারেন তাহলে তাকে বাড়ি আসতে বলেন। এভাবে তার কষ্টের টাকা এবং গহনা নিয়ে পালিয়ে যাবেন না কারণ কারো মনে কষ্ট দিয়ে কিংবা কাউকে আঘাত করে কেউ কখনো সুখী হতে পারেনা।
আপনি আজ যাকে ঠকিয়ে অন্যের সাথে যাচ্ছেন সেও কিন্তু আপনাকে একদিন এভাবে ঠকাতে পারে। এটা সবাইকে বুঝতে হবে।
অবশেষে সবাইকে বলছি আমার কথায় যদি কেউ কোন কষ্ট পেয়ে থাকেন কিংবা কারো যদি কোন খারাপ লাগে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
খোদা হাফেজ।