🌺আসসালামুয়ালাইকুম🌺 |
---|
- একটা সুন্দর দিন
- ২৭-জানুয়ারি-২০২৪
- শনিবার
আশা করি আপনারা সকলের ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের আজকের দিনটা অনেক ভালো কেটেছে।
![]() |
---|
গতকাল ব্যস্ত থাকার কারণে, গতকালের ডাইরি গেম আমি আজকে পোস্ট করছি। আজ আমি সকাল ৭ টায় ঘুম থেকে উঠলাম, আমি আরো একটি নতুন ভোরের জন্য আল্লাহ সুবহানাতায়ালাকে ধন্যবাদ জানাই, ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি যে, বাইরে প্রচুর পরিমাণে কুয়াশা। আমি দাঁত ব্রাশ করতে করতে টিউবওয়েল ওপর যাই। আর হাত মুখ ধুয়ে রুমে চলে আসি এবং ছাত্র ছাত্রীদের পড়ানো শুরু করি।
ছাত্র ছাত্রীদেরকে সকাল আটটা ত্রিশ মিনিট পর্যন্ত পড়াই। ওদের পড়া হয়ে গেলে আমি ওদেরকে ছুটি দিয়ে দিয়। তারপর আমি বিছানায় শুয়ে বিশ্রাম নিয়। কিছু সময় বিশ্রাম নেওয়ার পর আমি খাবারের ঘরে যায় আর সকালে খাবার খায়। আজকে সকালের খাবারের মেনু ছিল আতপ চালের রুটি মাংস আর ঘন ডাল রান্না। সকলের খাবার খুবই সুস্বাদু ছিল তাই আমি খুবই মজা করে খেয়েছি।
![]() |
---|
সকালের খাবার খেয়ে আমি আমার ছোট ভাইকে বলি ভূট্টার জমিতে চলে যেতে আর পানি দিতে। আমার কথা মত আমার ছোট ভাই চলে যায় ভূট্টার জমিতে। আর আমি খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় বিশ্রাম নিতে থাকি। এভাবে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি একশ সুপারি গুনে ব্যাগে করে নিয়ে যায় আমাদের মসজিদের হুজুরের বাড়ি। হুজুর মামা আমার কাছে একশ সুপারি চেয়েছিল তাই।
সুপারি দিয়ে আমি মাঠে চলে আসি। মাঠে চলে এসে দেখি যে আমার ছোট ভাই ভূট্টার জমিতে পানি দিচ্ছে। আর এই পানি আমারে বাড়ির থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি গিয়ে কিছু পানি দেওয়া দেখলাম। তারপর আমি ওকে পানি দিতে সাহায্য করি। এভাবে কিছু সময় পানি দেওয়ার পর আমি আর আমার ছোট ভাই জমিতে ঘাস বাছাই শুরু করে দিয়। আজকে আমরা দুই ভাই পরিকল্পনা করেছি যে, আজকে সব ঘাস বাছাই করে পানি দিয়ে দিব।
![]() |
---|
সেই কথা সেই কাজ, আর এই কথা বলার সাথে সাথে আমারে দুই ভাইয়ের কাজের গতি বেড়ে যায়। আর আমার দুই ভাই গল্প করতে থাকি আর কাজ করতে থাকি। আমি জমি কুপিয়ে দিতে লাগি আর আমার পিছনে আমার ছোট ভাই ঘাস বাছাই করতে লাগে। আমার ছোট ভাই মাঠের কাজ খুবই ভালো পারে। আমি মাঠের কাজ তেমন একটা পারি না। তারপরও ওর সাথে করতে থাকি।
![]() |
---|
আজকে রোদের হিট আছে তবে শীতকাল তো তাই রোদ গায়ে লাগলে তেমন কিছু মনে হচ্ছে না বরং ভালো অনুভব হচ্ছে। আর আমার দুইজন কাজ করতেই থাকি। এইভাবে কাজ করতে করতে দুপুর হয়ে যায়। তাই আমার দুইজন একটু বিশ্রাম নিয়ে। আর এই দিকে পানি দেওয়া চলছেই। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমার দুইজন আবার কাজে নেমে পড়ি।
এভাবে কাজ করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। আমারে দুজনের খুবই ক্ষুধা লাগে কিন্তু খাওয়া সময় পেলাম না। খেতে গেলে আজকে আর সম্পূর্ণ কাজ শেষ হবে না, আরো একটা দিন লেগে যাবে। তাই গোসল খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করতে থাকি। যেহেতু বিকাল হয়ে গিয়েছিল। তাই আশরাফুল আর আব্দুল সামাদ আমারে কাজ করা দেখার জন্য সেখানে আসে
![]() |
---|
তারপর আমি আর আমার ছোট ভাই কাজ করতে থাকি এবং পাশাপাশি ওদের সাথে গল্প করতে থাকি। এভাবে কিছুক্ষণ গল্প করার পর ওরা বাড়ি চলে আসে। আর আমি আর আমার ছোট ভাই কাজ করতেই থাকি। এভাবে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আর জমির সব ঘাস বাছাই এবং পানি দেওয়া হয়ে যায়। তারপর দুই ভাই মিলে ফিতা গুছিয়ে বাড়ি চলে আসি।
বাড়ি এসে একটু বিশ্রাম নিয়ে আমি গোসল করি। আমি যখন গোসল করি, তখন সন্ধ্যা ছয়টা বাজে। গোসল করার পর আমার খুবই ক্ষুধা লাগে। আর আমার মা সকালের দুইটি রুটি মিষ্টি দিয়ে আমার গালে তুলে খাওয়া দেয়। আর খায়িয়ে দেওয়ার সময় বলে এই পানি খাও। এখন আর ঠান্ডা ভাত খাওয়ার দরকার নাই। আমি ভাত রান্না করছি একবারে গরম ভাত খেও। আমি বললাম ঠিক আছে মা।
তাই বলে আমি পানি খেয়ে রুমে চলে আসি। আর কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি আর মোবাইল টিপতে থাকি। এভাবে কিছুক্ষণ মোবাইল টিপার পর আমার মা আমাকে রাতের খাবার খাওয়া জন্য ডাকে। আমি খাওয়া ঘরে যায় এবং রাতের খাবার খাই। আজকে রাতের খাবারের মেনু ছিল সাদা ভাত, মটরের শাক ভর্তা আর ডিম ভাজি। রাতের খাবার খেয়ে আমি রুমে চলে আসি। আর বিছানায় ওপর শুয়ে পড়ি।
বিছানায় শুয়ে শুয়ে আমি ভাবতে থাকি আজকে আমি সারাদিন কি কি কাজকর্ম করছি? আর ভাবার পর সেটা লেখা শুরু করি। কিছু সময় লেখার পর আমার লেখা শেষ হয়ে যায়। আমি দুই তিন বার পড়ে দেখি যে, কোথায় কোন ভুল আছে কিনা। যখন আর কোন ভূল আমার চোখে ধরা পড়ল না, তখন আমি স্টিমে প্রবেশ করি। আর আজকে ডাইরি গেমটা পোস্ট করি। ডাইরি গেমটা পোস্ট করে আমি শুয়ে পড়ি।
এভাবেই আমার জীবন থেকে আরো একটা দিন চলে গেল। জানিনা আজকে আমি কোন ভালো কাজ করতে পেরেছে কিনা। তবে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। খুব সুন্দর ভাবেই আরো একটা দিন পার করতে পেরেছি তার জন্য।
সকালে ঘুম ভেঙে উঠে টিউবওয়েল এর পাড়ে গিয়ে ফ্রেশ হন।এরপর সাড়ে আটটা পর্যন্ত ছাত্র ছাত্রীদের পড়ান।পড়ানো শেষ করে কিছু সময় বিশ্রাম নেন।
এরপর মায়র হাতের বানানো রুটি পিঠা খান মাংস আর ঘন ডাল দিয়ে।
এর পর ছোট ভাইকে ভুট্টা ক্ষেতে পাঠান আগাছা পরিষ্কার করতে। কিছু ্সময় পরে আপনিও সেখানে যান।
সন্ধা পর্যন্ত দুজনে সেখানে কাজ করেন।
ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।
ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্ট পরিদর্শন করে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে একটা মন্তব্য করার জন্য। আর শুনে খুবই ভালো লাগল যে, আমার পোস্ট পড়ে আপনার অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু। আপনার পরবর্তী আকর্ষণীয় মন্তব্য পড়ার জন্য অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন আপনি সবসময় সেই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি সকালে ফ্রেশ হওয়ার পর পড়ানো শেষ করে সকালের খাবার খেয়েছিলেন। তারপর ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন। আপনি প্রতিদিনই কৃষি কাজের পিছনে ভালোই সময় দিয়ে থাকেন।। শুভকামনা রইল আপনার জন্য।।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাই আপনি ঠিকই বলেছেন আমি আপনি প্রতিদিনই কৃষি কাজের পিছনে অনেক সময় দিচ্ছি। তবে ঘাস পরিষ্কার করা শেষ ভূট্টার মাঠে। এখন শুধু বেগুন এর জমি পরিষ্কার করলে আপাতত কাজ শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্ট পরিদর্শন করে সুন্দর সুন্দর একটা মন্তব্য করার জন্য। আপনার পরবর্তী আকর্ষণীয় মন্তব্যের জন্য অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন আপনি সবসময় সেই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি অনেক পরিশ্রমি একজন মানুষ। আর পরিশ্রমি মানুষের মনের সকল আশাই পূরণ হয়। দুই ভাই মিলে আপনারা ভুট্টা ক্ষেতে বেশ কিছু কাজ করেছেন যা দেখে আমার অনেক ভালো লাগলো। এছাড়াও আপনি দিনলিপিতে আপনার অন্যন্য কাজের কথাও উল্লেখ করেছেন। এর মধ্যে একটি ছিলো সুপারি গুণে একজনের বাসায় পৌঁছে দেয়া।
সব মিলিয়ে দিনটি দারুণ উপভোগ করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার মন্তব্য পড়ে আমার মন ভরে গেল। আপনি খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে একটা মন্তব্য করেছেন আমার পোস্টে। আপনার পরবর্তী আকর্ষণীয় মন্তব্য জন্য অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন আপনি সবসময় সেই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যস্ততার কারণে আপনি আপনার ২৭ জানুয়ারির কার্যক্রম গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেননি ,তাই আজ শেয়ার করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ।
সকালে চালের রুটি মাংস আর ঘন ডাল দিয়ে নাস্তা খেয়ে দু 'ভাই মিলে ভুট্টার জমিতে চলে গিয়েছেন এবং প্রায় সারা দিন ভুট্টার জমির ঘাস পরিষ্কার করে পানি দিয়ে বাসায় আসছে। বাসায় এসে সন্ধ্যা ছয়টার দিকে গোসল করে নিয়েছে। আপনার একটি কথা শুনে আমার খুব ভালো লাগলো দুবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন আজকে জমি পরিষ্কার করে পানি দিয়েই বাসায় যাবে ।তাই দুপুরের খাবার না খেয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম
করে সন্ধ্যায় বাড়ি ফিরেছেন। গোসল করে আসার পর মা আপনাকে দুটো রুটি মিষ্টি দিয়ে খাইয়ে দিল, অসাধারণ লাগলো পড়ে। সেজন্যই বলে কৃষকের রক্তে ঘামা ফসল। আপনার এই ভুট্টা যাতে বাম্পার ফলন দেয় ,আপনাদের মুখে যাতে হাসি ফুটে সেই দোয়াই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মন্তব্য পড়ে মন ভরে গেল। আর আপনার কথা মত যেন বাম্পার ফলন হয়। আপনার পরবর্তী আকর্ষণীয় মন্তব্যের জন্য অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন আপনি সবসময় সেই কামনা করি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে ভুট্টা ক্ষেতে আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন। আপনার ছোট ভাই ক্ষেতে পানি দিচ্ছিল। তার কাজ দেখতে দেখতে একটা
পর্যায়ে আপনি তাকে সহযোগিতা করার জন্য কাজে নেমে পড়লেন। এরপরে আপনারা পানি দেওয়া শেষ করে ক্ষেতের আগাছাও তুলে ফেললেন। সন্ধ্যায় মিষ্টি ও রুটি খেলেন। পরে রাতে ডিম ভাজিও শাক ভর্তা দিয়ে ভাত খেলেন। সব মিলিয়ে বেশ ব্যস্ত দিন পার করলেন আপনি। খুব ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার দিনলিপি পড়ে আপনার ভালো লেগেছে শুনে আমার খুবই ভালো লাগল। আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার পরবর্তী আকর্ষণীয় মন্তব্যের জন্য অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন আপনি সবসময় সেই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভুট্টা গাছ নিয়ে আপনারা বেশ পরিশ্রম করছেন, ঘাস পরিষ্কার করা পানি দেওয়া এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
আশা করছি ভুট্টা গাছে বেশ ভালো ফলন দিবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভূ্ট্টা গাছে পানি দেওয়ার পরিকল্পনা চলতেছে আসলে যে কোন ক্ষেত সঠিক ভাবে পরিচর্যা না করলে তেমন ফল পাওয়া যায় না ৷ যার জন্য ছোট থেকেই গাছের যত্ন নেওয়া অতি উত্তম ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের সময় ভুট্টা গাছের অনেক সমস্যায় দেখা দেয়।। তাই নিয়মিত পরিচর্যা করতে হয় সেইসাথে পানিও দিতে হয়।। আপনি আপনার ভুট্টা গাছ ভালই দেখাশোনা করছেন আশা করি এবারে ফল অনেক ভালো হবে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটু যেন কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য।
ভুট্টা একটি লাভজনক ফসল এখন ভুট্টার গাছ দিয়ে সাইলেন্স তৈরি হয়। যা গরুর খাবারের জন্য খুবই জনপ্রিয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit