সুখ হলো আপেক্ষিক বিষয়। অর্থাৎ টাকা, পয়সা, বাড়ি, গাড়ি দিয়ে এটিকে কেনা যাবে না। এই সুখ পাওয়ার জন্য মানুষ কত কিছু করছে। কিন্তু তবুও সুখী হচ্ছে না। কারণ সুখ তো আমাদের মাঝেই থাকে সেটা উপলব্ধি করাটাই হলো বিষয়।
অর্থাৎ আপনার কাছে যা আছে, সেটুকু নিয়েই যদি সুখী না হয়ে চাহিদার পরিমাণ বাড়িয়ে ফেলেন তাহলে আপনি কোনোদিন ই সুখী হতে পারবেন না। চাহিদা এবং লোভ এই দুটোই সুখ নষ্ট করার জন্য যথেষ্ট। এজন্য জীবনে সৎ উপায়ে যতটুকু পেয়েছেন সেটুকু নিয়েই সুখে থাকতে শিখুন।
ধন্যবাদ আপনাকে এত গুরুত্ব পূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য।