[Edit by PicsArt]
Hello,
Everyone.
আশা করি সকলেই মহান আল্লাহর কৃপায় ভালো আছেন।আমিও তাঁর অশেষ রহমতে ভালো আছি। Incredible India কমিউনিটি নতুন বছরের প্রথম মাসের প্রতিযোগিতা আয়োজন করেছে। চমৎকার একটি বিষয় নির্ধারণ করেছে তা হলো সময়।আমি চেষ্টা করছি সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে। আমার প্রিয় বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তারা হলেন -
@sabus
@amekhan
@sairazerin
আমি তাদেরকে অনুরোধ করব তাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য ।
এ সুন্দর পৃথিবীতে মানুষের আয়ুষ্কাল খুবই সামান্য। এ সামান্য আয়ুষ্কালে মানুষ কতই না স্বপ্ন দেখে। কারো সাধ পূর্ণ হয় কারো বা হয় না। এ জগত সংসারে জয়মাল্য তাদের ভাগ্যেই জোটে যারা সময়ের কাজ সময়ে করতে পারে। প্রতি মুহূর্তকে যারা তিল তিল করে কাজে লাগায় তারাই শ্রেষ্ঠ মানুষ। সময় থেকে শিক্ষা পেতে হলে আগে সময়কে সময় দিতে হয়।যে জীবন পেয়ে মানুষ ধন্য তা তো বিন্দু বিন্দু সময়েরই যোগফল। সময়ের অর্থ যে বোঝেনা তার জন্য অপেক্ষা করে দুঃখ, অপেক্ষা করে ধূসর সাহারার মতো এক বুক হাহাকার। ইংরেজিতে একটি কথা আছে-- Time is money অর্থাৎ সময় অর্থ। তাই জীবনের সার্থকতা আনার জন্য চাই সময়ের সদ্ব্যবহার ও সঠিক উপলব্ধি।
১. আপনি কি বিশ্বাস করেন সময় সেরা শিক্ষক? বর্ণনা করুন। |
---|
হ্যাঁ, আমি অবশ্যই বিশ্বাস করি সময় সেরা শিক্ষক। প্রথমেই আমরা জানি সেরা শিক্ষক আসলে কি? সেরা শিক্ষক তো সেই শিক্ষা যার দ্বারা আপনি সত্যটাকে জেনেছেন এবং বাস্তব সম্পর্কে পরিচিত হয়েছেন।। শিক্ষক তার নিজের সবকিছুকে নিংড়ে দিয়ে তার শিষ্যকে শিক্ষিত করে তোলে। জীবনে ঠিক একই কাজ করে সময়।
"নিতান্ত নির্বোধ যেই শুধু সেই জন
অমূল্য সময় করে বৃথায় যাপন"
সময় প্রতিটা ব্যক্তি বা বস্তুর আসল রূপ উন্মোচন করে দেয়। ধরে নিন কোন বস্তু আপনি ক্রয় করলেন বা আপনাকে কেউ দিল। সময়ের সাথে সাথে আপনি জেনে যাবেন এটি কিরূপ। ঠিক তেমনি কোন ব্যক্তি বা প্রিয়জন আপনাকে মুখের কথায় বহু আশ্বাস বা এমন কিছু বলল যাতে আপনি সব ভুলে গেলেন। কিন্তু সময় আপনাকে ঠিকই জানিয়ে দেবে যে তারা কতটা সত্যি বলেছে না মিথ্যা।
আপনি কি ব্যবহৃত হয়েছেন নাকি তারাই আপনাকে ব্যবহার করেছে। জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা ধাপে এই শিক্ষাটি আপনি পেতেই থাকবেন। একটা সময় বা বয়সে এসে আপনি যখন যোগ-বিয়োগ করবেন তখন সবকিছু আপনার কাছে স্বচ্ছ পানির মত পরিষ্কার হয়ে যাবে। তাই সময়ের চেয়ে বড় শিক্ষক আর কেউ হতে পারে না।
২. আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন যেখানে আপনি সময়ের সাথে আপনার উত্তর পেয়েছেন? |
---|
আমি জীবনে সময়ের কাছ থেকে বহু শিক্ষা পেয়েছি। সময় আমাকে অনেক কিছু চিনতে ও বুঝতে সহযোগিতা করেছে। যে বিষয়গুলো অসময়ে বুঝতে পারিনি সঠিক সময়ে তা আমি ঠিকই বুঝেছি। একটা সময় আমি মানুষের কথাকে অন্ধভাবে বিশ্বাস করতাম। তাদের যে কোন প্রয়োজনে আমি ঝাঁপিয়ে পড়তাম। হোক সেটা অর্থ দিয়ে, হোক সেটা নিজের সময় দিয়ে, আর একান্তই যদি না পারি তবে নিজের কথা দিয়ে।
বহু মানুষকে সান্ত্বনা দিয়েও আমি সহযোগিতা করার চেষ্টা করেছি। বদলে আমি ন্যূনতম মূল্যায়ন ছাড়া আর কিছুই চাইনি। কিন্তু যখন দেখলাম নূন্যতম মূল্যায়ন তো বহুদূরের কথা মানুষগুলো যেন ভুলেই গেছে যে কোন এক সময় আমি তাদের পাশে ছিলাম। এখন আমিও আমার ছায়ার হাত অনেকখানি সরিয়ে দিয়েছি। একটা সময় আমার পরিবারে এমন কোন আত্মীয়-স্বজন নেই যাদের অসুস্থতায় আমি তাদের পাশে দাঁড়াইনি। বহুবার এমন হয়েছে যে রোগীর সেবা করতে করতে আমি নিজেই অসুস্থ হয়েছিলাম।তাদের বিপদে পাশে দাঁড়াতে গিয়ে আমি আমার নিজের সন্তানদেরকে অনেক সময় অবহেলা করেছি। কিন্তু সেই মানুষগুলোর যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তখন তারা এমনভাবে কথা বলেছে যেন কোনদিনই আমি কোন অবদান রাখিনি।
তাই সময়ের সাথে সাথে এই উত্তর আমি পেয়েছি যে, আপনার পরিবারের সদস্য ছাড়া কেউই আপনার পাশে থাকবে না। আমি যদি আমার পরিবারের সদস্যদের অবহেলা করে অন্যদেরকে সহায়তা করি তাহলে আমার পরিবারের সদস্য আমার কাছ থেকে হারিয়ে যাবে।আর অন্যরা তো কখনো আমার ছিল ই না। এই শিক্ষা সময় আমাকে চরমভাবে দিয়েছে। এখন আমি অনেক সচেতন। আমি নিজের প্রায়োরিটি ঠিক করে নিয়েছি। যে আমার প্রায়োরিটি লিস্টে নেই তার কথা আমি এক কান দিয়ে শুনি তো আরেক কান দিয়ে বের করে দেই। এরা আমাকে এখন আর আহত করতে পারে না। সময় আমাকে এই উপহারটিও দিয়েছে। এজন্য সময়কে আমি প্রাণভরে ধন্যবাদ জানাই।
৩. আপনি কি বিশ্বাস করেন যে সময় আমাদের প্রকৃত বন্ধু, সম্পর্ক এবং সৎ লোকদের সনাক্ত করতে সাহায্য করে? আপনার অভিজ্ঞতা শেয়ার করুন যদি থাকে। |
---|
হ্যাঁ আমি বিশ্বাস করি সময় আমাদের প্রকৃত বন্ধু, সম্পর্ক ও সৎ লোকদের সনাক্ত করতে সহায়তা করে। সময় কখনো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে না। সময় জানে কখন আমাকে সতর্ক করতে হবে। সময় তার সময় মতে প্রতিশোধ নিয়ে নেয়। প্রকৃতির প্রতিশোধ বলতে একটি কথা আছে এটা মূলত সময়েরই দাবি।
আমি বেশ মিশুক প্রকৃতির। সকলের সাথে খুব সহজভাবেই মিশি।যে কাউকে আপন করে নেই। একবার নতুন একজনকে বান্ধবী হিসেবে গড়েছিলাম। ভেবেছিলাম সেও আমাদেরই একজন হয়ে যাবে।হঠাৎ করে একদিন শুনি আমার পুরনো এক বান্ধবী তার কাছ থেকে কোন একটি কথা শুনে আমার সাথে রাগ করেছে। আমি বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে!!! অনেক পরে অন্য মাধ্যমে জানলাম যে ওই নতুন বান্ধবীটি কিছু কথা তার কাছে বলেছে কথাগুলো এমন ছিল যে, আমি অনেকগুলো কথা বলেছি তার মধ্যে একটি লাইনকে উদ্ধৃত করে সে তার কাছে লাগিয়েছিল। পরবর্তীতে আমি আমার সেই পুরনো বান্ধবীকে বোঝাতে সক্ষম হই যে কথাগুলো এরকম ছিল না।যখন সে বুঝতে পারে তখন সে বলে যে, আমি তো জানি তোমাকে। ও আরো অনেকের সম্পর্কেই এই ধরনের কথা বলেছে। এরপর সময় মতোই আমরা তার সম্পর্কে সচেতন হয়ে যাই এবং সময় থাকতেই চিনে ফেলি যে আসলে সে কেমন মানুষ।
আসলে ওই বান্ধবীকে চেনা ছিল শুধু সময়ের ব্যাপার আর সময় আমাকে সঠিক ভাবে তাকে চিনিয়েছে। আমি জানি এরকম অনেক অভিজ্ঞতাই আমাদের সকলের জীবনে কমবেশি আছে। আজকেই প্রতিযোগিতার মাধ্যমে এই বিষয়টি শেয়ার করার সৌভাগ্য হলো আমার। এজন্য এডমিন দিদিকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের মত লেখা এখানেই শেষ করছি।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ ।এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে, প্রতিযোগিতার বিষয়বস্তুর উপর ভিত্তি করে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য।
আপনার উপস্থাপনভূমি বরাবরই চমৎকার। এই পোস্টটি এর ব্যতিক্রম নয়। খুবই সুন্দর সাবলীল ভাষায় বর্ণনা করেছেন আপনি। অসাধারণ লিখেছেন আপনি। আসলেই তাই সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয় বুঝিয়ে দেয়। তাইতো বলা হয় সময় নিষ্ঠুর ও নির্মম। মোটকথা সময় কাউকে তোয়াক্কা করে না। তাই সময় কে মূল্য দিতে শিখতে হবে, সময়কার সময় করতে হবে। সময় মানুষকে সঠিক উপলব্ধি করতে শেখায় আপনি ঠিকই বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপু অসাধারণ লিখেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব মনোযোগ দিয়ে আমার পোস্ট পড়েছেন এটি বুঝতে পারলাম। এবং জেনে খুব আনন্দিত হলাম যে লেখাটি আপনার ভালো লেগেছে। যদি একজনের ও লেখাটি ভালো লাগে এটিই আমার লেখার স্বার্থকতা। অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা প্রত্যেকেই কমবেশি সময়ের অপচয় করে থাকি। সময়ের থেকে বড় শিক্ষক আর কেউ নেই। সময়ই আমাদের সঠিক মানুষকে চিনতে শেখায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় আমাদেরকে অনেক কিছু চিনতে ও শিখতে সাহায্য করে। অনেক সময় আমাদের আপনজন তাদের স্বার্থের জন্য যে আমাদেরকে ব্যবহার করছে তা আমরা প্রথমে বুঝতে পারি না কিন্তু কিছুদিন পরে সময় আমাদেরকে বুঝিয়ে দেয় কে আপন এবং কে পর। আর তাদের স্বার্থ সিদ্ধি হবার পরে তারাই আমাদেরকে ছেড়ে চলে যায়। প্রতিটি প্রশ্নের উত্তর আপনি সুন্দর ভাবে আমাদের সাথে আলোচনা করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা প্রত্যেকেই সময়কে ঠিক কাজে তেমন একটা ব্যবহার করি না। সময়কে অবহেলা করে অনেক কাজ এড়িয়ে যাই। সময়ের থেকে বড় শিক্ষক আর কেউ নেই। সময়ই আমাদের সঠিক মানুষকে চিনতে শেখায়।ধন্যবাদ চমৎকার ভাবে এই প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit