আমি বলব অসাধারণ, কিন্তু সকাল সকাল এরকম রেসিপি দেখলে কিন্তু মাথা ঠিক থাকে না,,, আমি সব রেসিপি পারলেও লাড্ডু বানাতে ব্যর্থ কারণ যতই চিনি তাকে আস্ক করি না কেন সবশেষে লাড্ডুটা নরম হয়ে যায়,,
তবে আপনার এই সুন্দর রেসিপিটা উপস্থাপনা করার মাধ্যমে আমি আজকের এই লাড্ডু তৈরি টা খুব সুন্দর ভাবে আয়ত্ত করতে পেরেছি,,। আর আমার মনে হয় দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে খেতে আরও বেশি লোভনীয় হয়েছে।।