প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর বিষয়বস্তু নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আপনি বেশিরভাগ সময়, অনলাইন থেকে বাজারে জিনিস অর্ডার করে থাকেন। আপনার পোস্টটি পড়ে আরো অনেক কিছু জানতে পারলাম, আপনি কি-কি আজকে বাজার করেছেন!
প্রতিদিন আমাদের যেটা মনে রাখা উচিত সেটা হল, সময় একবার হারিয়ে গেলে ফিরে আসে না, কাজেই সেটাকে অপচয় না করে নিজের ভিতরের সবটুকু নির্যাস দিয়ে নিজেকে অনন্য করে গড়ে তুলুন।
আপনার উপরের এই কথাগুলোর মাঝে! অনেক অনুপ্রেরণার কথা লুকিয়ে ছিল।
যা একটি মানুষের ভবিষ্যতের জন্য খুবই মূল্যবান বিষয়। পৃথিবীর মানুষগুলো যেভাবে দিন বা দিন উন্নত হচ্ছে, যদি নিজেকে সবার সাথে তাল মিলিয়ে উন্নত না করা যায়,তাহলে সত্যিই এই সুন্দর জীবনটা অন্ধকার হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন দিদি, আমি নিজেকে প্রতিদিন কিছু না কিছু উন্নত করার চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Curated by : @karianaporras
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much @karianaporras mam for supporting me.💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@mdsuhagmia বিষয়বস্ত খুব যে অসাধারণ সেটা আমি মানি না, তবে দৈনন্দিন এই সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে থাকে অসাধারণ শিক্ষা, বার্তা, যেটা আমরা অনেকেই খোঁজার চেষ্টা করি না, তাই একঘেঁয়ে হয়ে ওঠে রোজকার কাজ, জীবন আর সঙ্গে লেখায় তার উপস্থাপন।
ভালবাসা এবং আগ্রহ না থাকলে কোন কিছুই রপ্ত সম্ভব নয়, তাই চেষ্টা করি প্রতিনিয়ত শেখার।
আমি নেহাত সাধারণ একজন শিক্ষার্থী।
প্রতিনিয়ত শেখার প্রয়াস করে চলেছি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বহু আগেই তাঁর লেখায় বলে গিয়েছিলেন
কাজেই, প্রতিনিয়ত শিক্ষা নামক রতন খুঁজে বেড়াচ্ছি সেটা জীবনের হোক অথবা পুঁথিগত!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর একটি মূল্যবান উত্তর দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit