Random Photography of a Beautiful Ladybug 🐞/সুন্দর একটি লেডিবাগের রেনডম ফটোগ্রাফি

in hive-120823 •  2 years ago  (edited)

Sunday 26 March 2023

IMG_20210519_145120.jpg

আচ্ছালামো আলাইকুম
আমি @mrnazrul আপনাদের বাংলাদেশী বন্ধু।

বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশাকরি মহান আল্লাহর রহমতে সবাই নিজ নিজ পরিবারের মঙ্গল কামনা করে ,নিজ নিজ কার্যগুলো সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করিয়া সময় অতিবাহিত করছেন। আমিও মহান আল্লাহর দরবারে দু হাত তুলে কামনা করছি,মহান আল্লাহ আপনাদেরকে যেন, নিজ নিজ কার্যগুলো সুষ্ঠুভাবে সমাপ্ত করার তৌফিক দান করুন, আমিন।

আলহামদুলিল্লাহ

আমিও মহান আল্লাহর রহমতে সবার দোয়ার বরকত নিয়ে সুস্থ থেকে সপরিবারে নিজ নিজ কাজগুলো সাজিয়ে গুছিয়ে পাড়ি দেওয়ার চেষ্টা করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন ,আমিও যেন মহান আল্লাহর কৃপা নিয়ে ,আমারও নিজ কাজগুলো সুষ্ঠুভাবে পাড়ি দিতে পারি।

IMG_20210519_145132.jpg

IMG_20210519_144449.jpg

বন্ধুরা

আজ আমি আপনাদের জন্য উপহার দিতে নিয়ে এসেছি সুন্দর একটি "লেডি বাগ" এর রেনডম ফটোগ্রাফি।

ছবিতে প্রদর্শিত লালদেহের উপর কালো কালো স্পটের পোকাটি'কে আমাদের এলাকায় আমরা পোকা'ই বলে থাকি ।এ ধরনের দেখতে যে সমস্ত ক্ষুদ্র ও বড় প্রাণী দেখা যায় সেগুলোকেও আমরা পোকা'ই বলি। ইংরেজি নাম Ladybug বৈজ্ঞানিক নাম Coccinellidae .

হবে হয়তো পাঁচ ছয় মাস। বার তারিখ আমার মনে নেই। সময়টা ছিল বিকাল বেলা। তবে এ সময় রোদ ছিল প্রখর। প্রতিদিনের মতো আজকেও বিকালে বাড়ির পিছনের মাঠ'টিতে হাঁটতে গেলে পাশের ঝোপ'টিতে দূর থেকেই এই পোকাটি কে আমি একটি সবুজ আকর্ষির উপরে চঞ্চল অবস্থায় আবিষ্কার করি।

IMG_20210519_144817.jpg

IMG_20210519_144832.jpg

এক পা দু পা করে ঝোপটির কাছে যেতে ,পোকাটিতে আমি আরো চঞ্চল হতে দেখি। এ সময় আমি কিছুটা স্থির হলে পোকাটিও খানিকটা স্থির হয়ে যায়।

পোস্টে প্রদর্শিত "লেডি বাগ" এর ফটোগ্রাফি গুলো আমি সেদিন আমার মোবাইল ক্যামেরায় ধারণ করে ,মোবাইল এর অ্যালবামেই সুরক্ষিত করেছিলাম।

লেডি বাগ সম্পর্কে আমরা মোটামুটি সবাই একই রকম ধারণা পোষণ করি। কেননা লেডি বাগ বা লেডি বিটল বা লেডিবার্ড বিটলটি আমাদের এলাকায়, সব সময় প্রচুর পরিমাণে দেখতে পাই ।

IMG_20210519_145101.jpg

IMG_20210519_145120.jpg

যেখানে সবুজের সমারোহ সেখানেই লেডিবাগের সমাহার। অবস্থা দৃষ্টে মনে হয় আমাদের সবুজের সমারহে লেডি বাগ যেন এক অকৃতিম পাহারাদার।

"লেডি বাগ" নামের এ পোকাটি আমরা বলতে পারি আমাদের প্রতিবেশী বা আমাদের পরিবেশের একটি অভিন্ন অংশ। কৃষিবিদদের পরীক্ষা-নিরীক্ষায় উঠে এসেছে লেডিবাগ হল এমন একটি উপকারী পোকা যা সবুজের ক্ষতিকর পোকাগুলোকে খেয়ে ধ্বংস করে এবং যেগুলো খেতে পারেনা সেগুলোকে সেখান থেকে তাড়িয়ে দিতে, সব সময় নিজেকে ব্যস্ত রাখেন।

যেসব ক্ষেত-খামারে, বাগানে এবং অন্যান্য সবুজের সমারোহে লেডি বাগের আধিক্য বেশি দেখা যায় ।সেসব জায়গায় ক্ষতিকর পোকা দু-চারটি দেখা গেলেও কখনো কখনো একেবারেই দেখা যায় না।

আজ আমি সেদিনের সময়টিকে, ফটোগ্রাফি সহ উপহার দিতে এই পোস্ট লেখার চেষ্টা করছি।

IMG_20210519_144439.jpg

IMG_20210519_145150.jpg

এই ছিল আবার লেডি বাগ নিয়ে ফটোগ্রাফি এবং কিছু কথা । আশা করি আপনাদের ভালো লেগেছে ।
সাথেই থাকুন।

Enjoy With Love
Photo Captured with Handset
Best Regards

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লেডি বাগ এই পোকাটা আসলে আমাদের এদিকে পর্যাপ্ত পরিমাণে দেখা যায় কিন্তু আমি ভয়ে এ প্রকার কাছে যাই না আপনার পোস্ট পড়ে আজকেই প্রকাশ সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এই পোকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন তার সাথে ফটোগ্রাফিও শেয়ার করেছেন অসাধারণ।

ধান ক্ষেতে এই পোকাটি খুব দেখা যায় ৷ পোকাটি ছোট হলেও দেখতে অনেক সুন্দর ৷ এটা কোন বিষাক্ত পোকা না ৷ যাই হোক ভাই আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

Loading...