Made by Canva |
---|
Hello,
Everyone,
আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন । নানা পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের দিনগুলো এক এক করে কেটে যাচ্ছে। স্মৃতির ডাইরিতে নতুন একটি পাতাযুক্ত হল। আমাদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা আর মাত্র কিছুদিনের অপেক্ষা। কিছুদিন আগে ছোট বোন আমাদের জন্য পূজোর উপহার নিয়ে এসেছিল। এবার আমার পালা ওদের পূজার উপহার দেয়া।
আজ রবিবার ছিল । আমার দুলাভাইয়ের সাপ্তাহিক ছুটি হল শনিবার ও রবিবার। ওদের বাসায় আজ যাবো তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম । ওদের জন্য চুষি পিঠা ও চালের রুটি বানিয়ে নেব । যেহেতু দুলাভাই পিঠে পায়েশ খুব পছন্দ করেন।
চালের রুটি এবং চুষি পিঠা তৈরি করতে অনেক সময় লাগে তবে আমাদের কাজ অনেক অংশে কমিয়ে দিয়েছে আধুনিক প্রযুক্তি । এখন আমরা চালের গুড়া মার্কেট থেকে কিনতে পারি । তো বাসাতে আর চালের গুড়া করতে হলো না। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালবেলার প্রার্থনা করি। পিঠা তৈরি করতে রান্না ঘরে চলে আসি।
প্রতিদিনের মতো আজও ভাবী আসলেন তার মেয়ে ছোট্ট ”জারা”কে নিয়ে । আজও আমাদের বাসায় রেখে তার বড় ছেলে রাফিকে নিয়ে স্কুলে যাবেন । মেয়ে তখনও ঘুমাচ্ছিও ।জারাকে মেয়ের পাশে রেখে আমার কাজ সম্পন্ন করি।
বোন বলেছিল আজকে ওর বাসাতে একটু তাড়াতাড়ি যেতে । যেহেতু ভাবি একা তাই আমরাও তারা স্কুল থেকে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। মেয়ে ঘুম থেকে উঠে গেল ।আমরা সকালের খাবার খেয়ে নিয়েছি ।ভাবী আসতে ১১ টা বেজে গেল । ভাবিকে পিঠে দিলাম। তিনি বললেন , এগুলো তিনি বানাতে পারেন না ।
ভাবিটা অনেক সহজ সরল ।বর্তমান সময়ে বেশি সহজদের সকলে আবার বোকা ভাবে কিন্তু তাদের মনের ভিতর কোন কুটিলতা থাকে না, তাদের মনের কথা এবং মুখের কথা একই হয়ে থাকে । অন্যদিকে আমরা দেখি যারা অতিরিক্ত চালাক বা দুষ্ট প্রকৃতির মানুষ তারা সাজিয়ে –গুছিয়ে অনেক মিথ্যে কথা সত্য বলে চালাতে পারে। এই জন্যই তারা সকলের কাছে বুদ্ধিমতি হিসেবে পরিচিতি পায় ।চালাক হিসেবে স্বামীকেও নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন।
দুপুর বারোটা বেজে গেলমাদের বাসা থেকে বের হতে ।রাজধানী ঢাকা শহরের নিত্যদিনের সেই একই সমস্যা হল “যানজট”। আজও তার ব্যতিক্রম হয়নি ,মাত্র ৩০ মিনিট সময়ের পথ যেতে আমাদের ১:৩০মিনিট লেগে যায় ।
প্রচন্ড গরম, তারউপরে যানজট খুবই অস্বস্তি লাগছিল । ওদের বাসায় এসে দেখি ,বিদ্যুৎ নেই তাই লিফট বন্ধ ছিল। আবার ৬ তালা হেটে ওঠা যে কতটা কষ্ট । মাঝে মাঝে আমার মনে হয়, শহরের মেয়েরা খুব অলস হয়ে যাচ্ছে, অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু গ্রামের মেয়েরা সংসারের বিভিন্ন কাজ করার সঙ্গে সঙ্গে ধান থেকে শুরু করে অনেক পরিশ্রমের কাজ করে থাকেন। তাদের তুলনায় আমরা অল্পতেই হাঁপিয়ে যাই ।
বাসাতে উঠলাম, প্রথমে বোন একটু রাগ করেছিল কারণ বাসায় যেতে দুপুর ২টা বেজে ছিল। ছোট দুলাভাই ঠান্ডা শরবত দিল । এরই মাঝে কারেন্ট চলে আসল । এদিকে বোন অনেক কিছু আয়োজন করেছে । ও রান্নায় আমাকেও ছাড়িয়ে যাচ্ছে। সুন্দর রান্না করতে পারে এবং তা পরিবেশনের দিকেও সে খুব লক্ষ্য রাখে ।সে যেন পাক্কা গিন্নি হয়ে যাচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে কিছু সময় বিশ্রাম নিলাম ।
অনেকদিন পরে দুই ভাই বোন একত্রিত হতে পেরে খুব আনন্দিত। ভাইবোনের এই মধুর সম্পর্ক গুলো বড় হলে যেন কোথায় হারিয়ে যায়। আমাদের তিন ভাই বোনের অনেক গভীর সম্পর্ক ছিল। বড় হয়ে সংসারের ব্যস্ততা এবং বিভিন্ন পরিস্থিতির জন্য আজ হয়তো আমরা অনেকটা দূরে চলে গেছি। মাঝে মাঝে মনে হয় সন্তান বেশি থাকাও ভালো। তাহলে ওরা ভরসা করার একজনকে পাবে , যখন মা বাবা থাকবে না তখন একজন আরেকজনের কাছে তার মনের কথা শেয়ার করতে পারবে । দিন দিন আমাদের সম্পর্ক গুলো কেমন যেন হালকা হয়ে যাচ্ছে, সেই গভীরতা আর খুঁজে পাওয়া যাচ্ছে না ।
প্রচন্ড গরম ছিল বিদায় সন্ধার পরে বাচ্চাদেরকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলাম। এখানে বাচ্চাদের খেলার অনেক রাইটস আছে এবং হাঁটার জন্য খুবই সুন্দর যানবাহন মুক্ত রাস্তায় ছিল। সিভিল এভিয়েশন অফিসার্স কোয়ার্টার এর ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল ।আরো ভালো লেগেছে সেখানে একটি সর্বজনীন দুর্গা মন্দির আছে ।আমরা যেহেতু সন্ধ্যায় পড়ে গিয়েছিলাম তখন সন্ধ্যাকালীন প্রার্থনা চলছিল।
কিছুদিন পরেই আমাদের শারদীয় দূর্গা পুজা উৎসব তাই মন্দিরের ভিতরে প্রতিমা নির্মাণ করছিল। আমরা কিছু সময় এখানে বসে প্রার্থনা করি। বাচ্চারা অনেক খুশি এখানে আসতে পেরে । চার দেয়ালের ভিতর থেকে বাচ্চারা দিন দিন একা হয়ে যাচ্ছে তাই মাঝে মাঝে ওদের নিয়ে একটু ঘুরে আসলে ভালো লাগে ।
আসার পথে আমরা ফুচকা খেলাম । ফুচকা দেখলে আর কখনো না করা হয় না ।পরিবেশটা অনেক সুন্দর ছিল । আমরা হাঁটতে ঞাঁটতে বাসায় চলে আসি । এভাবে কেটে গেল আমার ২২ সেপ্টেম্বর সারা দিন-রাত। আশা করি আপনাদের দিনগুলো ভালো কেটেছে ।ভালো থাকবেন,সুস্থ থাকবেন এবং পরিবারের সকলের সাথে মানিয়ে থাকার চেষ্টা করবেন। |
Device | Description |
---|---|
Smartphone | oppo |
Smartphone Model | oppo A83(2018) |
Photographer | @muktaseo |
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।
আসলে ভাই বোন বড় হয়ে উঠলে সম্পর্ক হারায় না ব্যস্ততার মাঝে সম্পর্কগুলো বোঝা যায় না সবাই নিজের ব্যস্ততাই পড়ে থাকে। যার যার মত সংসারে মনোযোগ দেওয়ার কারণেই এই সম্পর্কগুলো অনেকটাই ব্যস্ততার মাঝে হারিয়ে যাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আপনার বোনের বাড়িতে গিয়ে খুব সুন্দর একটা দিন কেটেছে আপনার সত্যি কথা বলতে যখন আমরা আপন জনকে কাছে পাই তখন আমাদের অনেক বেশি ভালো লাগে।
মজার মজার সব খাবার খাওয়া এবং তাদের সাথে সুন্দর সময় কাটানো এর থেকে ভালো আর কি এই বা হতে পারে।।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit